নুরুলের ১৫০ রানে প্রথম ইনিংসে লিড নিলো খুলনা

0
234

খুলনাটাইমস স্পোর্টস ঃ অধিনায়ক ও উইকেটরক্ষক নুরুল হাসানের অপরাজিত ১৫০ রানের সুবাদে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডে প্রথম স্তরের ম্যাচে ঢাকা বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে লিড নিলো খুলনা বিভাগ। ঢাকার ২৭৯ রানের জবাবে ৩৭৯ রান করে খুলনা। ফলে ১০০ রানের লিড পায় খুলনা। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ঢাকা। তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১০২ রান করেছে ঢাকা। ফলে ৫ উইকেট হাতে নিয়ে ২ রানে এগিয়ে ঢাকা। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের ম্যাচে দ্বিতীয় দিন শেষে খুলনার তুষার ইমরান ৭৫ ও নুরুল হাসান ৫৬ রানে অপরাজিত থাকেন। খুলনার রান ছিলো ৩ উইকেটে ২৫২। তৃতীয় দিন তুষার ৮২ রানে থামলেও সেঞ্চুরি তুলে নেন নুরুল। তিন অংকে পা দিয়ে এক প্রান্ত আগলে দলের স্কোর বড় করেছেন নুরুল। অন্য প্রান্তে সতীর্থরা আউট হলেও ১৫০ রানে অপরাজিত থেকে যান নুরুল। ২২৭ বলে ১৩টি চার ও ৭টি ছক্কা মারেন নুরুল। ঢাকা বিভাগের অধিনায়ক শুভাগত হোম ৫ উইকেট নেন। প্রথম ইনিংসে পিছিয়ে থেকে নিজেদের ইনিংস শুরু করে মহাবিপদে পড়ে ঢাকা। ১০ রানেই ৪ উইকেট হারায় ঢাকা। এরপর দলকে মহা বিপদ থেকে রক্ষা করেন রাকিবুল হাসান ও অধিনায়ক শুভাগত। ৭৬ রানের জুটি গড়েন তারা। ৪২ রান করে আউট হন শুভাগত। মোহাম্মদ আরাফাতকে নিয়ে দিন শেষ করেছেন রাকিবুল। আরাফাত ৯ ও রাকিবুল ৩৯ রানে অপরাজিত আছেন। খুলনার জিয়াউর ৩ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
ঢাকা বিভাগ : ২৭৯/১০, ৯৩.১ ওভার (তাইবুর ১১০, মাজিদ ৬৬, শুভাগত ৬০, হালিম ৫/২৭)।
খুলনা বিভাগ : ৩৭৯/১০, ১২৮ ওভার (নুরুল ১৫০*, তুষার ৮২, শুভাগত ৫/৪৬)।
ঢাকা বিভাগ : ১০২/৫, ৪৪ ওভার (শুভাগত ৪২, রাকিবুল ৩৯*, জিয়াউর ৩/২৩)।