ভারতের পাঠ্যবইয়ে স্থান পেলেন হৃতিক

0
249

খুলনাটাইমস বিনোদন: নানা বাধা পেড়িয়ে নিজেকে বলিউডের শীর্ষে নিয়ে গেছেন হৃতিক রোশন। তিনি অনেকের জন্যই অনুপ্রেরণা। আর তাই, হৃতিকের জীবনের গল্প ছাপা হয়েছে ভারতের ষষ্ঠ শ্রেণির পাঠ্যপুস্তকের ‘সেলফ কনফিডেন্স’ অধ্যায়ে। এস চাঁদ পাবলিকেশনের এই বইটি তামিল নাড়ুর স্কুলগুলোর পাঠ্য। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মূল্যবোধ শেখানোর জন্য এই বইটি পড়ানো হয় স্কুলগুলোতে। সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট থেকে ভাইরাল হয় এই তথ্য। এক নেটিজেন জানান, সময় কাটানোর জন্য ভাতিজির বই ঘাঁটতে গিয়ে হৃতিকের জীবনের গল্পের অধ্যায়টি চোখে পড়ে তার। এর আগে আন্তর্জাতিক লেখক বেন ব্রুকের ‘স্টোরিজ ফর বয়েজ হু ডেয়ার টু বি ডিফারেন্ট; বইতেও লেখা হয়েছে হৃতিকের জীবনের গল্প। তোতলানোর অভ্যাস ছিল হৃতিকের। এজন্য তাকে নিয়ে সহপাঠীরা হাসাহাসি করতো। হীনমন্যতায় ভোগা হৃতিক নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। কিন্তু ধীরে ধীরে হৃতিক নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে আজ বলিউডের সুপার স্টার। কইমই