ভারতীয় সেনার জল-খাবারে বিষ মেশানোর ছক জঙ্গিদের

0
231

খুলনাটাইমস বিদেশ : চূড়ান্ত সতর্কতা জারি ভারতীয় সেনাবাহিনীতে এবার ভারতীয় সেনার জল ও খাবারে বিষ মেশানোর ছক কষেছে জঙ্গিরা গোয়েন্দাদের। থেকে এই তথ্য পেয়েই সতর্কতা জারি সেনাবাহিনীতে। নেপাল থেকে ভারতে ঢুকে হামলার ছক কষছে জঙ্গিরা। সেনার খাবার ও জলে বিষ মেশানোরও ছক কষছে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা, সম্প্রতি এমনই চাঞ্চল্যকর তথ্য এসেছে গোয়েন্দাদের হাতে। ভারতীয় সেনা-জওয়ানদের খাবারে বিষ মেশাবার ছক রয়েছে জঙ্গিদের। সেনা ছাউনিতে যে পাইপ দিয়ে জল ঢোকে, জঙ্গিদের নজর সেই জলের পাইপেও। কোনওভাবে সেই জলে বিষ মিশিয়ে সেনাদের হত্যার ছক কষছে জঙ্গিরা। জঙ্গিদের ছক রুখতে সবরকমভাবে প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী। জঙ্গিদের গতিবিধির পুঙ্খানুপুঙ্খ তথ্য জোগাড়ের চেষ্টায় মরিয়া গোয়েন্দারা। কড়া নজরদারি রাখা হচ্ছে ভারত-পাক সীমান্তে । শীতের মরশুমে বরফ পড়ার সুযোগে ওয়াগার ওপার থেকে যাতে কোনওভাবেই জঙ্গি অনুপ্রবেশ না হয় সে ব্যাপারে পাকিস্তান সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে । এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম কলকাতা২৪। শীতে বরফে ঢাকা গোটা কাশ্মীর। এই সুযোগকে কাজে লাগিয়েই ভারতে অনুপ্রবেশের জন্য ক্রমাগত চেষ্টা করে চালাচ্ছে জঙ্গিরা। সেনার নজর এড়িয়ে ভারতে ঢোকার মরিয়া চেষ্টা চালাচ্ছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভের আশঙ্কায় আগে থেকেই সতর্ক ছিল প্রশাসন। তড়িঘড়ি কাশ্মীরের বিভিন্ন এলাকায় কার্ফু জারি করে, ইন্টারনেট, কেবল টিভির সম্প্রচার বন্ধ করে দিয়ে আন্দোলন-বিক্ষোভ দমনে ব্যবস্থা নেয় প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাশ্মীরে সব রাজনীতিক দলের সভা-মিছিলে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। শুধু তাই নয়, একাধিক রাজনীতিক দলের নেতাকে গৃহবন্দি করে রাখা হয়। যদিও কেন্দ্রের এই পদক্ষেপ নিয়ে বিতর্কও রয়েছে বিস্তর। কেন্দ্র বিরোধী দলগুলির দাবি, কাশ্মীরে দমন-পীড়নের নীতি চালাচ্ছে কেন্দ্রীয় সরকার।