ব্রেসিয়াকে হারিয়ে শীর্ষে উঠলো জুভেন্টাস, ইন্টারকে পিছনে ফেলেছে ল্যাজিও

0
254

খুলনাটাইমস স্পোর্টস : ল্যাজিও কোচ সিমোনে ইনজাগি সতর্ক করে বলেছেন ২০০০ সালের পর প্রথমবারের মত সিরি-এ শিরোপা জয়ের লড়াইয়ে তার দল পুরোপুরি প্রস্তুত। ইন্টার মিলানকে ২-১ গোলে পরাজিত করে টেবিলের শীর্ষে থাকা জুভেন্টাসের থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসার পর ল্যাজিও কোচ এই মন্তব্য করেছেন। এদিকে পাওলো দিবালা ও হুয়ান কুয়াড্রাডোর গোলে তুরিনের জায়ান্টরা ঘরের মাঠে ব্রেসিয়াকে ২-০ গোলে পরাজিত করে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে। ল্যাজিও সাথে পরাজিত হয়ে তৃতীয় স্থানে নেমে গেছে ইন্টার মিলান। আটবারের চ্যাম্পিয়ন জুভেন্টাসের থেকে তাদের পয়েন্টের ব্যবধান এখন তিন। এবারের মৌসুমে এটা তাদের দ্বিতীয় পরাজয়। ইনজাগি বলেছেন, ‘আমাদের অতি আত্মবিশ্বাসী হলে চলবে না। তবে আমি সাফল্যের ব্যপারে নিশ্চিত। আমাদের হারানোর কিছু নেই। আমরা জানি জুভেন্টাস ও ইন্টার দুটি দলই সেরা। আমাদের সামনে কঠিন পথ অপেক্ষা করছে জেনেও শেষ পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব।’ স্তাদিও অলিম্পিকোতে ডিফেন্ডার এ্যাশলে ইয়ংয়ের গোলে ৪৪ মিনিটে এগিয়ে গিয়েছিল ইন্টার। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আসার পর এটাই ইন্টারের হয়ে ইয়ংয়ের প্রথম গোল। সাবেক ল্যাজিও খেলোয়াড় এন্টোনিও কানড্রেভার শট গোলরক্ষক থমাস স্ট্রাসকোশা ক্লিয়ার করার পর ফিরতি বলে ইন্টারকে লিড এনে দেন ৩৪ বছর বয়সী ইয়ং। বিররতির পাঁচ মিনিট পর স্টিয়ান ডি ভ্রিজের ফাউল থেকে প্রাপ্ত পেনাল্টি থেকে ল্যাজিওকে সমতায় ফেরান এখনো পর্যন্ত সিরি-এ লিগের সর্বোচ্চ গোলদাতা সিরো ইমোবিলে। মৌসুমে ২৪ ম্যাচে এটি ইমোবিলের ২৬তম গোল। ৬৯ মিনিটে গোলবারের সামনে জটলার মধ্য থেকে ল্যাজিওকে জয়সূচক গোল উপহার দেন সারগিজ মিলিনকোভিচ-সাভিচ। অক্টোবরে জুভেন্টাসের কাছে পরাজিত হবার পর এই নিয়ে মৌসুমের দ্বিতীয় পরাজয়ের পর ইন্টার কোচ এন্টোনিও কন্টে বলেছেন, ‘আমরা ল্যাজিওকে দু’গোল উপহার দিয়েছি।’ এই নিয়ে টানা ১৯ ম্যাচে অপরাজিত থাকলো ল্যাজিও। দ্বিতীয় লিগ শিরোপা জয়ের লক্ষ্যে এগিয়ে যাওয়া ল্যাজিও ইতোমধ্যেই আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ফেরা নিশ্চিত করেছে। এদিকে তুরিনে বিরতির ছয় মিনিট আগে আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালার কার্লিং ফ্রি-কিকে এগিয়ে যায় জুভেন্টাস। তার মিনিটখানেক আগে ২৩ বছর বয়সী ফরাসি এ্যাটাকার ফ্লোরিয়ান আয়ে পরপর দুই হলুদ কার্ডের জন্য মাঠ ত্যাগে বাধ্য হলে ১০ জনের দলে পরিনত হয় ব্রেসিয়া। ম্যাচ শেষের ১৫ মিনিট আগে ব্লেইস মাতৌদির ক্রস থেকে কলম্বিয়ান কুয়াড্রাডো দলের ব্যবধান দ্বিগুন করার সাথে সাথে জয় নিশ্চিত করেন। ম্যাচ শেষে জুভেস্টানের কোচ মরিজিও সারি বলেছেন, ‘আমাদের যা করার দরকার ছিল আমরা সেটাই করেছি।’ এই ম্যাচে ক্রিস্টিয়ানো রোনাল্ডো বিশ্রামে থাকলেও দীর্ঘ ইনজুরি কাটিয়ে দলে ফিরেছিলেন অভিজ্ঞ ডিফেন্ডার গিওর্গিও চিয়েলিনি। সারি বলেছেন, ‘এক বছরে জাতীয় দল ও ক্লাব মিলিয়ে কোন খেলোয়াড় ৭৫টি ম্যাচ খেলতে পারেনা। সে কারনেই রোনাল্ডোকে সোমবার বিশ্রামে দেয়া হয়েছিল। গুরুতর হাঁটুর ইনজুরি কাটিয়ে প্রায় ৬ মাস পর মাঠে ফিরতে মরিয়া ছিলেন ৩৫ বছর বয়সী অধিনায়ক চিয়েলিনি। গতকালই সে আমাদের কাছে তার খেলার আগ্রহের কথা জানিয়েছে।’ সারদিনিয়াতে ড্রিয়েস মার্টিনসের ৬৫ মিনিটের একমাত্র গোলে কাগলিয়ারির বিপক্ষে ১-০ গোলে জয়ী হয়ে জয়ের ধারায় ফিরেছে নাপোলি। ৩২ বছর বয়সী এই বেলজিয়ান নাপোলির হয়ে ক্যারিয়ারের ১২০তম গোল করলেন। মারেক হামসিকের সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড থেকে এখন ড্রিয়েস আর মাত্র এক গোল দুরে রয়েছেন। এই জয়ে জেনারো গাত্তুসোর দল লিগ টেবিলের অষ্টম স্থানে উঠে এসেছে।