ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ডুমুরিয়ায় উন্নয়ন মেলা সম্পন্ন

0
461

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি, খুলনাটাইমস:
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও দর্শণার্থীদের উপচে পড়া ভীড়ের মধ্যদিয়ে তিনদিন ব্যাপি উন্নয়ন মেলা-২০১৮ শনিবার সম্পন্ন হয়েছে। সমাপনী দিন বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। গত বৃহস্পতিবার থেকে ৩দিন ব্যাপী এ উন্নয়ন মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন। স্বাধীনতা স্মৃতিসৌধ চত্বরে মেলার মাঠে ৩৬টি স্টল স্থান পায়। এসব স্টলগুলোতে বর্তমান সরকারের গৃহিত ও বাস্তবায়িত সেবাধর্মী উন্নয়ন কার্যক্রম জনসাধারণের সামনে তুলে ধরা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যদেন উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুর ও খুলনা সিভিল সার্জন ডাঃ এএসএম আব্দুর রাাজ্জাক। বক্তব্যদেন শিক্ষা অফিসার এসএম আলমগীর কবির, কৃষি অফিসার নজরুল ইসলাম প্রমুখ। শ্রেষ্ঠ ৪টি ক্যাটাগরিতে ১২টি স্টলের প্রধানকে পুরস্কৃত করা হয়। সাজসজ্জায় পানি উন্নয়ন বোর্ড, উপজেলা মহিলা বিষয়ক অফিস ও পল্লী উন্নয়ন বোর্ড, প্রদর্শনীতে উপজেলা কৃষি অফিস, উপজেলা মৎস্য অফিস ও উত্তরণের সফল প্রকল্প (এনজিও), কনটেন্ট উপস্থাপনায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, উপজেলা প্রাণিসম্পদ অফিস ও এসিডিআই এনজিও এবং সেবাদানে পল্লী বিদ্যুত অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা’র হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। পরে ৩১৫জন কৃষককের কৃষি উপকরণ, ১৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ল্যাপটপ বিতরণ, ১৭জন যুবকদেরকে ৬লাখ ৭৫ হাজার টাকা যুব ঋণ বিতরণ করা হয়। সভা পরিচালনা করেন শিক্ষক শফিকুল আলম। রাতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।