আল্লাহ’র রহমত আছে বিধায় ডুমুরিয়াবাসী পূর্ণ মন্ত্রী পেয়েছেন : মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ

0
570

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি, খুলনাটাইমস:
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন আল্লাহ’র রহমত আছে বিধায় বর্তমান প্রধানমন্ত্রী আমার কাজের পুরষ্কার স্বরূপ ডুমুরিয়াবাসীকে পূর্ণ মন্ত্রী উপহার দিয়েছেন। বর্তমান সরকারের আমলে সকল শিক্ষা প্রতিষ্ঠানে অভূতপূর্ব উন্নয়ণ হচ্ছে দাবি করে তিনি বলেন, ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার এমন কোন মাদ্রাসা-মসজিদ নেই যেখানে আমার অনুদান নেই। বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছেন বিশেষ করে কওমী মাদ্রাসাকে। তিনি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী সাজিয়াড়া সামছুল উলুম মাদ্রাসার উন্নয়নের ধারা অবাহত রাখার আশ্বাস দেন।
শনিবার দুপুর ১২ টায় ডুমুরিয়ার সাজিয়াড়া সামছুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাদ্রাসাটির মোহতামিম মাওলানা মাহাবুবুর রহমান। বক্তৃতা করেন, বিশিষ্ট ব্যবসায়ী নির্মল চন্দ্র বৈরাগী, ড. গাজী মাহাবুর রহমান, শেখ রবিউল ইসলাম, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর আলম, গাজী রকিবুল ইসলাম, আব্দুল হামিদ, শেখ ইকবাল হোসেন, আবু বক্কার মোড়ল প্রমুখ। সদর ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবীর বুলু ও মাওলানা গফ্ফার মোড়লের পরিচালনায় শুভেচ্ছা বক্তৃতা করেন মাদ্রাসাটির সভাপতি মুফতি মাওলানা আব্দুল কাইয়ুম জমাদ্দার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডুমুরিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম, শেখ হেফজুর রহমান, কাজী ইমদাদ হোসেন, কাজী মুরাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি খান আবুল বাসার, অরুন রাহা, লুৎফার মোড়ল, রিয়াজুল ইসলাম রিজু, মোল্লা আবুল, রফিকুল খান. সোহেল আহমেদ লিটন প্রমুখ। এর আগে মন্ত্রী বয়রাস্থ মৎস্য অধিদপ্তরে খুলনা বিভাগীয় বঙ্গবন্ধু ফিশারিজ পরিষদের সংর্বধণা অনুষ্ঠানে বক্তৃতা করেন। দুপুরে তিনি নিজ বাস ভবনে স্থানীয়দের সাথে মতবিনিময় করেন।