বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

0
352

বেনাপোল (যশোর) প্রতিনিধি: ভারতের পেট্রাপোল কাস্টমসে জটিলতার কারণে বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। ফলে দুই দেশের বন্দর এলাকায় আটকে আছে শত শত পণ্যবোঝাই ট্রাক। তবে দুই দেশের মাঝে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত এবং বেনাপোল বন্দরে পণ্য লোড-আনলোড ছিল স্বাভাবিক।

পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, ট্রাক ড্রাইভার, হেলপার ও পণ্য রপ্তানির বিবরণ সম্মিলিত কারপাস ফরম পূরণে কাস্টম অযথা বিলম্ব করার প্রতিবাদে আমদানি-রপ্তানি বন্ধ করে দেয়া হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক আমিনুল ইসলাম জানান, ভারতীয় কাস্টমসের কারপাস সমস্যার কারণে সকাল থেকে আমদানি বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে মালামাল লোড আনলোডসহ পণ্য খালাস অব্যাহত আছে।