বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে খুলনায় তিন দিনের কর্মসূচি

0
431

তথ্যবিবরণী : বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৮ উদযাপন উপলক্ষে খুলনা শিশু একাডেমীর উদ্যোগে তিন দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিবসের এবারের প্রতিপাদ্য ‘গড়তে শিশুর ভবিষ্যৎ, স্কুল হবে নিরাপদ’।
৭ অক্টোবর সকাল নয়টায় খুলনা শিশু একাডেমি চত্ত্বরে উদ্বোধন অনুষ্ঠান, শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
৯ অক্টোবর সকাল সাড়ে আটটায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে দেশের গান প্রতিযোগিতা (কেবলমাত্র কন্যা শিশুদের জন্য), ক-বিভাগ শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এবং খ-বিভাগ ৬ষ্ঠ- ১০ম শ্রেণি পর্যন্ত। সকাল ১০টায় কন্যা শিশু সমাবেশ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সকাল ১১টায় বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে শিশু সমাবেশ, মানব বন্ধন, আলোচনা সভা ও পথনাটক।
১৩ অক্টোবর সকাল নয়টায় মোরগ লড়াই প্রতিযোগিতা (শুধুমাত্র পথ শিশু, শ্রমজীবি শিশু এবং সুবিধাবঞ্চিত ছেলে শিশুদের জন্য)। ক-বিভাগ ১০ বছর পর্যন্ত এবং খ-বিভাগ ১১-১৮ বছর বয়স পর্যন্ত, সকাল নয়টায় চিত্রাংকন প্রতিযোগিতা (কেবলমাত্র অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন) ক-বিভাগ ১০বছর পর্যন্ত এবং খ-বিভাগ ১১-১৮ বছর বয়স পর্যন্ত। উভয় বিভাগের বিষয় ও মাধ্যম ঃ উম্মুক্ত। সকাল ১১টায় সমাপনী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

চিত্রাংকন প্রতিযোগিতার কাগজ বাংলাদেশ শিশু একাডেমী সরবরাহ করবে এবং অন্যান্য সরঞ্জামাদি শিশুদের সংঙ্গে আনতে হবে।