বিশ্ব ডিম দিবস আজ

0
724

 অনলাইন ডেস্কঃ আজ বিশ্ব ডিম দিবস। গত বছরের মতো এবারও যৌথভাবে দিবসটি পালনের আয়োজন করেছে পোল্ট্রি সংশ্লিষ্ট ৭টি অ্যাসোসিয়েশনের সমন্বয়ে গঠিত বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) এবং মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তর (ডিএলএস)। তবে গত বছরে ডিম নিয়ে বিশৃঙ্খলার কারণে এবার শ্রমজীবী ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে সিদ্ধ ডিম বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে আলোচনাসভা শেষে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে, কারওয়ানবাজার, মিরপুর এবং ধানম-িস্থ রবীন্দ্র সরোবর এলাকায় বিনামূল্যে সিদ্ধ ডিম বিতরণ করা হবে। এ ছাড়া বিভিন্ন শিশু সদন ও এতিমখানা এবং বৃদ্ধাশ্রমেও বিনামূল্যে ডিম প্রদান করা হবে।

প্রাণিজ আমিষের চাহিদা পূরণ বিশেষত ডিমের গুণাগুণ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ১৯৯৬ সাল থেকে এ দিবসটি বিশ্বজুড়ে পালিত হয়ে আসছে।