বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ছাড়ালো ১৬ লাখ, মৃত্যু প্রায় ১ লাখ

0
284
Microscopic illustration of the spreading 2019 corona virus that was discovered in Wuhan, China. The image is an artisic but scientific interpretation, with all relevant surface details of this particular virus in place, including Spike Glycoproteins, Hemagglutinin-esterase, E- and M-Proteins and Envelope.

খুলনাটাইমস বিদেশ : বিশ্বব্যাপী বুলেটের গতিতে বাড়ছে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা। এরই মাঝে এ ভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৬ লাখেরও বেশি। অথচ একদিন আগেও তা ছিল ১৫ লাখ। গত শুক্রবার পর্যন্ত এ সংখ্যা ছিল ১০ লাখেরও কম। এদিকে বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় প্রায় এক লাখের মতো মানুষের প্রাণহানি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ সংখ্যা প্রায় ৯৭ হাজার। এরই মাঝে তা আরও বেড়েছে। শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। আক্রান্ত দেশগুলোর মধ্যে ভুক্তভোগীর তালিকায় শীর্ষে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখানে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৬৫ হাজারেরও বেশি মানুষ। মৃত্যুর সংখ্যা ১৬ হাজার ৫শ’রও বেশি। এরপরই আছে স্পেন। এখানে শনাক্ত করা হয়েছে ১ লাখ ৫৩ হাজারেরও বেশি মানুষকে। ১ লাখ ১৮ হাজারের বেশি শনাক্ত নিয়ে পরেই আছে ফ্রান্স। ১ লাখ ১৮ হাজারেরও বেশি শনাক্ত নিয়ে তালিকায় এরপর আছে জার্মানি। এ ছাড়া চীন, ইরান ও যুক্তরাজ্যে ৮২ হাজার, ৬৬ হাজার ও ৬৫ হাজারেরও বেশি আক্রান্তকে শনাক্ত করা হয়েছে। খবরে বলা হয়, করোনায় শনাক্তদের মধ্যে বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৩ লাখ ৫৬ হাজারের মতো মানুষ সেরে উঠেছেন।