বিশ্বব্যাংকের করোনা মোকাবিলা তহবিলে যোগ হলো আরও ২ বিলিয়ন ডলার

0
197

খুলনাটাইমস বিদেশ : করোনা সংকটে বিপর্যস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করতে বরাদ্দ তহবিল আরও দুই বিলিয়ন মার্কিন ডলার বাড়ানোর ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ডেভিড মালপাস। এর আগে, গত ৩ মার্চ করোনা সংকট মোকাবিলায় ১২ বিলিয়ন ডলারের তহবিল গঠনের ঘোষণা দিয়েছিল বিশ্বব্যাংক। এবার এর সঙ্গে যোগ হলো আরও দুই বিলিয়ন ডলার। অর্থবরাদ্দ বাড়ানোর ফলে মোট আট বিলিয়ন যাচ্ছে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) হাতে। আইএফসি মূলত বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিয়ে কাজ করে থাকে। আইএফসির আট বিলিয়ন ডলারের মধ্যে দুই বিলিয়ন ডলার যাবে করোনায় ক্ষতিগ্রস্তদের নতুন ঋণ হিসেবে, বাকি ছয় বিলিয়ন ডলার ব্যয় হবে পূর্বঘোষিত সহযোগিতা হিসেবে। যদিও, এ পর্যন্ত কোন কোন দেশ আইএফসির কাছে সহযোগিতা চেয়ে তা প্রকাশ করেনি সংস্থাটি। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট তার বিবৃতিতে বলেন, এ তহবিল করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও তাদের কর্মীদের অর্থনৈতিক সংকট কাটাতে সাহায্য করবে। গত ৩১ ডিসেম্বর চীনের উহান থেকে প্রাদুর্ভাব শুরু হয়ে এ পর্যন্ত বিশ্বের অন্তত ১৬৪টি দেশে ছড়িয়ে পড়েছে নভেল করোনাভাইরাস। এতে আক্রান্ত হয়েছেন অন্তত ১ লাখ ৯৭ হাজার ৫১৮ জন। মৃত্যু ৮ হাজার ছাড়িয়েছে। এছাড়া, প্রায় ৮১ হাজার ৬৯১ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন।