বিনামূল্যে দেখা যাবে ‘আগস্ট ১৯৭৫’

0
141

টাইমস ডেস্ক বিনোদন: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। ভয়াল সেই রাতের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘আগস্ট ১৯৭৫’। গতকাল সিনেমাটি সেন্সর ছাড়পত্র পায় বলে নিশ্চিত করেন প্রযোজক সেলিম খান। প্রযোজনার পাশাপাশি সিনেমাটি পরিচালনা করেছেন তিনি। সেলিম খান জানান, ১৫ আগস্ট রাত ১২টা এক মিনিট ‘আগস্ট ১৯৭৫’ সিনেবাজ ওটিটি প্লাটফর্মে মুক্তি দেয়া হবে। সবাই বিনামূল্যে দেখতে পাবেন। এ ছাড়া সিনেমা হল খুললে ২০ আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ‘আগস্ট ১৯৭৫’ চলচ্চিত্রের মাধ্যমে আয়ের যাবতীয় অর্থ বঙ্গবন্ধু কল্যাণ ট্রাস্টে প্রদান করা হবে বলেও জানান তিনি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, তৌকির আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মাসুমা রহমান নাবিলা, ফজলুর রহমান বাবু, তানভীন সুইটি, আনিসুর রহমান মিলন, তাসকিন রহমান ও মাজনুন মিজান প্রমুখ।