বিতর্কেই ব্যবসাসফল ‘পাসওয়ার্ড’

0
473

খুলনাটাইমস বিনোদন: দেশে সিনেমা মুক্তির সংখ্যা প্রায় তলানিতে এসে ঠেকেছে। চলতি বছর মোট ৫২টি সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে আরো দুটি সিনেমা। সব মিলিয়ে সংখ্যাটি দাঁড়াবে ৫৪। এগুলোর মধ্যে বছরজুড়ে আলোচনা-সমালোচনায় ছিল গুণী নির্মাতা মালেক আফসারির ‘পাসওয়ার্ড’। শাকিব খান অভিনীত সিনেমাটি শুটিং থেকে শুরু করে মুক্তির পর নানান বিতর্কের জন্ম দেয়। বিতর্কই যেন সিনেমাটির সাফল্যের চাবিকাঠি। কেননা দিন শেষে বছরের ব্যবসাসফল সিনেমা এটি। পরিচালক ছাড়া গানের শুটিং করায় সমালোচনার মুখে পড়তে হয় ‘পাসওয়ার্ড’ নির্মাতাকে। এরপর ওঠে নকলের অভিযোগ। মালেক আফসারি নির্মিত প্রায় সব সিনেমা ভিনদেশি সিনেমা থেকে অনুপ্রাণিত। ‘মাস্টার মেকার’খ্যাত এই নির্মাতা সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছিলেন। ‘অন্তর জ¦ালা’ সিনেমা মুক্তির আগে সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘আমার জীবনে সব সিনেমা নকল। শুধু একটি সিনেমা মৌলিক। আর সেই সিনেমাটিই ফ্লপ।’ ‘পাসওয়ার্ড’ মুক্তির পর নকল নয় বলে জোড় আওয়াজ তুলেছিলেন মালেক আফসারি। এমনকি নকল প্রমাণ করতে পারলে ১০ লাখ টাকা পুরস্কার দেবেন বলেও ঘোষণা দিয়েছিলেন। নানান মাধ্যমে প্রচার চালিয়ে সিনেমাটির হাইপ তুলতে সক্ষম হন এই নির্মাতা। ফলে দর্শক আগ্রহ নিয়ে হলে গিয়েছে। কিন্তু দেখার পর তারা অভিযোগ করেছে- দক্ষিণ কোরিয়ার ‘দ্য টার্গেট’সিনেমার কাহিনি ও চিত্রনাট্য ‘পাসওয়ার্ড’ সিনেমায় ব্যবহার করা হয়েছে। মালেক আফসারি ‘পাসওয়ার্ড’ মুক্তির আগে আরো বলেছিলেন, ‘আলোচনায় আসার জন্য আমি মানুষ খুন ছাড়া সব করতে পারি।’ এই নির্মাতা আলোচনায় আসার জন্য হয়তো তখন এসব কথা বলেছিলেন- সিনেমাসংশ্লিষ্টদের এমনটাই ধারণা। এদিকে ‘পাসওয়ার্ড’ সিনেমার প্রযোজক (শাকিব-ইকবাল) এবং পরিচালকের বিরুদ্ধে সেন্সর বোর্ডের নীতিমালা অনুযায়ী পদক্ষেপ নেয়ার জন্য লিখিত আবেদন করেছিলেন নাটক ও বিজ্ঞাপন নির্মাতা আনন্দ কুটুম। অভিযোগপত্রে আনন্দ উল্লেখ করেন, “পাসওয়ার্ড’ ছবির কোথাও উল্লেখ নেই এটি ‘দ্য টার্গেট’ ছবির কপিরাইট নিয়ে নির্মিত হয়েছে। ছবির কোথাও উল্লেখ নেই এটি বিদেশি সিনেমার ছায়া অবলম্বনে নির্মিত। পুনঃসেন্সরের মাধ্যমে পরিষ্কার হওয়া যাবে যে ‘পাসওয়ার্ড’ ছবিটি নকল। লোকেশন ভিন্ন হলেও দুটো সিনেমার দৃশ্যধারণ করা হয়েছে একইভাবে। গল্প, দৃশ্য, শট ও অ্যাকশনে নকলের পাশাপাশি প্রপসের ক্ষেত্রেও নকল করার প্রবণতা লক্ষ্য করা গেছে। যখন একজন পরিচালক বিদেশি সিনেমা নকল করেও সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বলেন, ‘এটা নকল নয়- গবেষণা’, তখন পরবর্তী প্রজন্মের নির্মাতারা আশাহত হন। অন্যের গল্প এবং দৃশ্যধারণ নিজের নামে চালিয়ে দেওয়া কি নিয়মবহির্ভূত নয়?’’ এদিকে সিনেমাটি নকলের অভিযোগ থাকা সত্ত্বেও পরিচালক সমিতি থেকে সিনেমার প্রযোজককে ধন্যবাদপত্র দেয়া হয়! এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন- সিনেমার প্রশংসাপত্র পরিচালককে না দিয়ে প্রযোজককে কেন? তাছাড়া একটি অভিযুক্ত সিনেমা কীভাবে থ্যাঙ্কস লেটার পায়? আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে নির্মিত ‘পাসওয়ার্ড’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন বুবলী। এ ছাড়া আরো অভিনয় করেন মিশা সওদাগর, অমিত হাসান প্রমুখ।