বিজয়ী হলে সেবক হিসেবে কাজ করে যাবো : মেয়র প্রার্থী আতিকুল ইসলাম

0
623

খুলনাটাইমস ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী হলে জনগণের সেবক হিসাবে কাজ করে যাবো। বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের রূপনগর-আলুব্দী ঈদগাঁহ মাঠে সপ্তম দিনের মতো নির্বাচনী গণসংযোগ ও প্রচারণার সময়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। নির্বাচিত হলে ঢাকাকে আলোকিত নগরী হিসেবে গড়ে তোলা হবে জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘নির্বাচিত হলে, আমি মেয়র হিসেবে নয়, নগরবাসির সকল নাগরিকের একজন সেবক হিসেবে আগামী দিনে কাজ করে যাবো। গত ৯ মাসে যে কাজ করেছি তার চেয়ে বেশি কাজ করে আপনাদের সচল, সবুজায়ন, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ঢাকা উপহার দেব।’ বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, আপনারা মিথ্যা অভিযোগ করবেন না। আমাদের কোনো নেতাকর্মী, সমর্থক আপনাদের পোস্টার ছিঁড়ে নাই, ছিঁড়বে না। আতিকুল ইসলাম বলেন, নির্বাচনের আগে আমার বিরুদ্ধে বানিয়ে বানিয়ে মিথ্যা অভিযোগ করবেন না। প্রয়োজন হলে আপনার পোস্টার দেন, আমি তা লাগিয়ে দেব। এসব মিথ্যা অভিযোগ না করে শেষ পর্যন্ত মাঠে থাকেন। ডিএনসিসি’র ভোটার ও সাধারণ জনগণের উদ্দেশে তিনি বলেন, ঢাকা সিটি থেকে জলাবদ্ধতা প্রথমত নিরসন করতে হবে। গত নয় মাসে আমরা তা চিহ্নিত করেছি। আপনারা যদি নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আগামী পাঁচ বছরে সমস্যার সমাধান করব। আতিকুল ইসলাম বলেন, আগামী ৩০ জানুয়ারি আপনাদের ভোটে নির্বাচিত হলে আমি সর্বাত্মক চেষ্টা করব পরিকল্পিত নগরী গড়তে। ১৮টি নতুন ওয়ার্ড সাজাতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেই অনুযায়ী পরিকল্পিত ওয়ার্ড হিসেবে সেগুলো দৃশ্যমান হবে। গণসংযোগ ও প্রচারণাকালে অন্যান্যদের মধ্যে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন, ডিএনসিসি ৩ নম্বর ওয়ার্ড দলীয় কাউন্সিলর প্রার্থী জিন্নত আলী মাদবর, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সালা উদ্দিন সহ ঢাকা মহানগর, বিভিন্ন থানা ও ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় শ্রমিক লীগ, স্বেচছাসেবক লীগ এবং তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আতিকুল ইসলাম বৃহষ্পতিবার মিরপুর ১২ এর আলুব্দী ঈদগাহ ময়দানের পাশ থেকে সেকশন ১১, পলাশ নগর, সেকশন ১২, পল্লবী, মিল্কভিটা এলাকায় গণসংযোগ করেন।