বিজিবির শতকোটি টাকার মানহানি মামলায় ব্লাস্ট কর্মীর জামিন

0
144

খুলনা টাইমস: বেসরকারি উন্নয়ন সংস্থা ব্লাস্টের এক নারীকর্মীর বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) করা ১০০ কোটি টাকার মানহানি মামলায় জামিন পেয়েছেন অভিযুক্ত তরুণী। গতকাল বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাকে জামিন দেন। এদিকে গতকাল বৃহস্পতিবার মামলার শুনানির কথা থাকলেও হয়নি। শুনানির জন্য ১০ মার্চ দিন ধার্য করেছেন আদালত। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম এসব তথ্য জানান। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের দমদমিয়া চেকপোস্টে নিয়মমতো অন্যান্যের সঙ্গে ব্লাস্টের ওই নারী কর্মীকেও তল্লাশি করা হয়। অটোরিকশার যাত্রী ওই নারী পরে বিজিবি সদস্যদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। তার বক্তব্য দিয়ে জাতীয় ও স্থানীয় অনেক গণমাধ্যম তাদের অনলাইন ভার্সনে প্রতিবেদনও প্রচার করে। এ নিয়ে হইচই পড়ে যায়। ঘটনার সত্যতা জানতে তৎপর হয়ে ওঠে গোয়েন্দা সং¯’াসহ গণমাধ্যমও। ওই নারী কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হন। কিš‘ হাসপাতালে চিকিৎসকরা পরীক্ষা করে ওই নারীকর্মীর ধর্ষণের আলামত পাননি বলে রিপোর্ট দেন। এর পরিপ্রেক্ষিতে গত ১০ নভেম্বর কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে ওই নারীর বিরুদ্ধে শতকোটি টাকার মানহানির মামলা করে বিজিবি। টেকনাফ বিজিবির দমদমিয়া তল্লাশি ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত জেসিও নায়েব সুবেদার মোহাম্মদ আলী মোল্লা বাদী হয়ে মামলাটি করেন। আদালত সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য টেকনাফ থানার ওসিকে নির্দেশ দেন। নির্দেশনামতে গত ২২ নভেম্বর পুলিশ আদালতে প্রতিবেদন জমা দেয় বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান।