বিক্ষোভকারীদের একে-৪৭ দেখালেন বেলারুশের প্রেসিডেন্ট

0
230

খুলনাটাইমস বিদেশ : বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কোর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগে বিক্ষোভ তীব্রতর হচ্ছে। রোববার বিক্ষোভের ১৫তম দিনে রাজধানীর মিনস্কে জড়ো হয়েছে দুই লাখের বেশি মানুষ। এদিকে বিক্ষোভকারীদের দেখাতে বুলেটপ্রæফ জ্যাকেট গায়ে বন্দুক হাতে ছবির জন্য পোজ দিতে দেখা যায় রাশিয়াপন্থী এই বেলারুশ প্রেসিডেন্টকে। কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা জানায়, বিক্ষোভস্থলের অদূরে প্রেসিডেন্টের বাসভবনে একটি হেলিকপ্টার অবতরণ করে। পরে সেখান থেকে বুলেটপ্রæফ জ্যাকেট গায়ে কালাশনিকভ ধরনের একটি বন্দুক হাতে লুকাশেঙ্কোকে নেমে আসতে দেখা যায়। গত ৯ আগস্ট দেশটির সাধারণ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে অবিলম্বে তা বাতিল করে বর্তমান প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর পদত্যাগের দাবিতে বেলারুশের রাজধানী মিনস্কে শুরু হয় সহিংস বিক্ষোভ। এতে, হতাহত হন বেশ কয়েকজন বিক্ষোভকারী। পরবর্তীদের তীব্র আন্দোলনের জেরে প্রেসিডেন্ট লুকাশেঙ্কো সংবিধান সংশোধন পূর্বক নতুন নির্বাচনের ঘোষণা দিলেও পদত্যাগে অস্বীকৃতি জানান তিনি।