বিএসটিআই-এর অভিযানে ২৩টি মামলা ও এক লাখ ৩৫ হাজার টাকা জরিমানা

0
207

তথ্য বিবরণী:
মানসম্মত পণ্যসামগ্রী ক্রয় ও বিক্রয় নিশ্চিতকরা, মেট্রিক পদ্ধতির প্রচলন, ওজন ও পরিমাপে কারচুপিরোধে খুলনার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) গত ফেব্রুয়ারি মাসে মহানগরীসহ খুলনা, যশোর, বাগেরহাট, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, নড়াইল ও মাগুরা জেলায় ১৩টি মোবাইল কোর্ট পরিচালনা করে।
মোবাইল কোর্ট পরিচালনা করে ওজন ও পরিমাপ মানদন্ড আইন লঙ্ঘনের দায়ে লাইসেন্সবিহীন অবৈধভাবে বিস্কুট উৎপাদানের দায়ে বেকারির বিরুদ্ধে একটি মামলা এবং জ¦ালানি তেল পরিমাপে কম দেওয়ায় চারটি পেট্রোল পাম্পের বিরুদ্ধে চারটি মামলা ও পণ্যের মোড়ক নিবন্ধন সনদ ব্যতিরেকে দই বিক্রি করায় আটটি মামলাসহ ১৮টি মামলা দায়ের করা হয়। মোট ১৯টি মামলা দায়ের করে এক লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায়ের মাধ্যমে মামলাগুলো নিষ্পত্তি করে। এসময়ে ১৭টি বিশেষ অভিযানে পরিচালনা করে সংশ্লিষ্ট আদালতে চারটি নিয়মিত মামলা দায়ের করে। এছাড়া সিএমএম ও জুডিসিয়াল আদালতে পূর্বে দায়েরকৃত দুইটি মামলায় ২০ হাজার টাকা জরিমানার মাধ্যমে নিষ্পত্তি করে। বিএসটিআই এ ধরনের অভিযান অব্যাহত রেখেছে।