বাগেরহাটে ২দিন ব্যপী গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মসূচী

0
298
dav

বাগেরহাট প্রতিনিধি:
শেষ হয়েছে বাগেরহাটের রামপালে ২ দিন ব্যাপী গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশাল। বুধবার সকালে রামপাল উপজেলা পরিষদ মিলানয়তনে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক দাতা সংস্থা ইউরোপীয় ইউনিয়ন, ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় রামপাল সদর ও পেড়িখালী ইউনিয়ন পরিষদের সকল মেম্বারদের অংশগ্রহণে এই প্রশিক্ষন কর্মসূচী শুরু হয়। প্রশিক্ষনের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার উপ-পরিচালক দেবপ্রসাদ পাল। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদ সদস্যদের গ্রাম আদালত আইন সম্পর্কে জানতে ও সচেতনত বৃদ্ধিতে দুই দিন ব্যাপী এই প্রশিক্ষন কর্মসূচীর আয়োজন করেছে রামপাল উপজেলা প্রসাশন।উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি স্থানীয় সরকার উপপরিচালক, দেবপ্রসাদ পাল ইউনিয়ন পরিষদের সদস্যদের উদ্দেশ্যে বলেন, গ্রাম আদালত সক্রিয়করণ বর্তমান সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জেলা প্রশাসকদের সম্মেলনে ৩১ দফা নির্দেশনার মধ্যে ১৬ নং নির্দেশনায় গ্রাম আদালত কার্যকর করার বিষয়ে গুরুত্বারোপ করেছেন। গ্রাম আদালত কার্যকর হলে গ্রামাঞ্চলের গরীব ও অসহায় জনগনের বিরোধ অল্প সময়ে, অল্প খরচে স্থানীয়ভাবে দ্রুত ও সহজে নিষ্পত্তি হবে এবং মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। অন্যদিকে জেলা বা উচ্চ আদালতে মামলার চাপ কমে। ইউনিয়ন পরিষদের মেম্বার হিসেবে আপনারা নিরপেক্ষভাবে বিচার করবেন যাতে জনগনের আস্থা ফিরে আসে। তিনি শুদ্ধাচার, মূল্যবোধ ও গ্রাম আদালতের বিষয়েও আলোচনা করেন। শুদ্ধাচারের সাথে গ্রাম আদালতের সম্পর্ক তুলে ধরেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার জনাব তুষার কুমার পাল। তিনি বলেন গ্রাম আদালতের মাধ্যমে ছোট ছোট বিরোধ সহজে ও দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তির মাধ্যমে গ্রামের গরীব ও অসহায় মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠার পাশাপাশি আদালতের মামলার চাপ কমানোর জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে আহবান করে। প্রশিক্ষণে গ্রাম আদালত আইন, বিধিমালা ও বিচার প্রক্রিয়া বিষয়ে সেসন পরিচালনা করেন মহিতোষ কুমার রায়, ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর, বাগেরহাটএবং জেলা প্রশিক্ষণ পুলের সদস্যগণ। প্রশিক্ষণে রামপাল সদর ও পেড়িখালী ইউনিয়ন পরিষদের মোট ২২ জন্য মেম্বার অংশগ্রহণ করেন।