বাগেরহাটে জেলহত্যা দিবস পালন

0
232

বাগেরহাট প্রতিনিধি:
শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব থেকে কাছের সহযোদ্ধা ৪ জাতীয় নেতাকে ৩ নভে¤॥^র কালোরাতে দেশ বিরোধীরা কারাগারে হত্যা করেছিল। দেশ আজও শ্রদ্ধার সাথে সেই ৪ নেতাকে স্মরণ করে। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর পাশাপশি ৪ জাতীয় নেতার অবদান তুলে ধরতে হবে। যাতে ভবিষ্যৎ প্রজন্ম মহান নেতাদের অবদান সারাজীবন মনে রাখে।আজ রবিবার সকালে বাগেরহাট জেলা শহরের রেল রোডে জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। এসময় বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আওয়ামী ডা. মোজাম্মেল হোসেনসহ জেলা আওয়ামী লীগ নেতা সরদার ফখরুল আলম, সরদার বদিউজ্জামান, প্রেসক্লাবের সভাপতি আহাদ হায়দার, জেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, জেলা ছাত্রলীগ সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক নাহিয়ান সুলতান ও শান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত হয়।