বাগদাদি হত্যা অভিযানের স্যাটেলাইট ভিডিও প্রকাশ

0
270

খুলনাটাইমস বিদেশ : জঙ্গিগোষ্ঠী আইএস প্রধান আবু বকর আল বাগদাদিকে হত্যার মার্কিন অভিযানের স্যাটেলাইট ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ধূসর বর্ণের ওই ভিডিওতে দেখা যায় বাগদাদির গোপন আস্তানায় মার্কিন সেনারা গুলি চালাতে চালাতে অগ্রসর হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন সিরিয়ার ইদলিবের তুরস্ক নিয়ন্ত্রিত এলাকায় যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের এক অভিযানে আইএস নেতা আবু বকর আল বাগদাদির মৃত্যু হয়েছে। বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমের ধারাবাহিকতায় হোয়াইট হাউজের পক্ষ থেকেও রোববার দাবি করা হয়, শনিবার মার্কিন অভিযান চলাকালে আত্মঘাতী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দিয়েছেন বাগদাদি। তবে স্বাধীন কোনও সূত্র থেকে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। রাশিয়া এরইমধ্যে ট্রাম্প প্রশাসনের দাবি নিয়ে সংশয় প্রকাশ করেছে।
এরপর ট্রাম্প জানান, বাগদাদি হত্যা অভিযানের ভিডিওর একাংশ প্রকাশ করার কথা ভাবছেন তিনি। দাবি অনুযায়ী হোয়াইট হাউসে বসে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রযুক্তিতে ধারণকৃত অভিযানের লাইভ ভিডিও দেখেছেন তিনি, তাকে ‘সিনেমার মতো উপভোগ্য বলেছেন তিনি। ইরাকের পক্ষ থেকেও বাগদাদির বিরুদ্ধে পরিচালিত মার্কিন অভিযানের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। তবে সেখানে অভিযানের ঘটনাটি স্পষ্ট হয়নি। বুধবার স্থানীয় সময় দুপুরে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগন আত্মঘাতী বিস্ফোরণের সেই ভিডিওটি জনসম্মুখে প্রকাশ করে। সেখানে দেখা যায়, ইরাক থেকে প্রায় ১২ জন মার্কিন সৈন্য বাগদাদির ঘাঁটি লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে। পরবর্তীতে তারা গোটা এলাকাটি ঘিরে ফেলার চেষ্টা করছে। ভিডিওটিতে মার্কিন প্রতিরক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ম্যাকেনজি অভিযানের বর্ণনা দিয়ে বলতে থাকেন, কীভাবে এমন দক্ষতার সঙ্গে সেনারা অভিযানটি পরিচালনা করেন। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেনজি বলেন, বাগদাদি তার দুই সন্তানকে নিয়ে সুরঙ্গে ঢুকেছিলেন। এর আগে তিনজন শিশুর কথা বলা হয়েছিলো। তিনি বলেন, বাচ্চাদের নিয়ে একটি সুরঙ্গে ঢুকে যান বাগদাদি। তারপর সেখানেই আত্মঘাতী বিস্ফোরণ ঘটান। ম্যাকেনজি বলেন,সেখানে চারজন নারী ও একজন পুরুষ আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। এ ছাড়া মার্কিন হেলিকপ্টার থেকে চালানো গুলিতে অনেক আইএস সদস্য নিহত হয়েছে বলেও দাবি করেন তিনি।