বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য জাতিসংঘের চুড়ান্ত স্বীকৃতি লাভ করেছে-সালাম মূশের্দী

0
149

রূপসা প্রতিনিধি:
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য জাতিসংঘের চুড়ান্ত স্বীকৃতি লাভ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে চলছে। সমগ্র দেশ গঠনে সরকারী উদ্যোগের পাশাপাশি বেসরকারী উদ্যোক্তারা এগিয়ে আসায় এটা সহজ হয়েছে। তিনি আরও বলেন, শেখ হাসিনা বাংলার মানুষকে সাহসী করে তুলেছেন। করোনাকালীন সময়ে করোনা মোকাবেলায় বিশ্ব যখন হিমশিম খাচ্ছে তখন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশে এখনও করোনা নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরো বলেন, করোনাকালীন সময়ে করোনা মোকাবেলায় বিশ্ব যখন হিমশিম খাচ্ছে তখন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশে এখনও করোনা নিয়ন্ত্রণে রয়েছে।
দেশে করোনা নিয়ন্ত্রণে আছে বলেই উন্নয়নের চাকা চলমান আছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনেই আমরা জেলা-উপজেলায় করোনা মোকাবিলায় কাজ করে যাচ্ছি। তিনি ১১ মার্চ সকালে জুম কনফারেন্সের মাধ্যমে রূপসা উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা, সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ যোবায়ের, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ আনিচুর রহমান। বক্তৃতা করেন কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান, থানা অফিসার্স ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, প্রানী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তপু সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, জেলা আওয়ামীলীগ সদস্য ও অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফ হোসেন, শিক্ষা কর্মকর্তা শেখ আঃ রব, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্যা, সমবায় কর্মকর্তা প্রশান্ত কুমার ব্যানার্জী, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন,বন কর্মকর্তা মুজিবুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, আওয়ামীলীগ নেতা আঃ মজিদ ফকির, চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, আলহাজ্ব ইসহাক সরদার, কামাল হোসেন বুলবুল, সাধন অধিকারী, মাওলানা শফিউদ্দিন নেছারী, এস এম হাবিব, গাজী মোঃ আলী জিন্নাহ,আজিজুল হক কাজল, রূপসা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক শেখ প্রমূখ।
অপর দিকে দুপুরে করোনাকালীন সময়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও জাইকা’র যৌথ অর্থায়নে এবং রূপসা উপজেলা পরিষদের তত্ত¡বধানে ১১ মার্চ দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এর উদ্বোধন করা হয়।
রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার ব্যাংক নির্মাণ ও হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা স্থাপন জুম কনফারেন্সিং এর মাধ্যমে উদ্বোধন করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদী।