বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল’র খুলনা বিশ্ববিদ্যালয় কমিটি ঘোষণা

0
611
মেহবুবা ইয়াসমিন মেঘলামারুফ হোসেন পান্না, খুলনা বিশ্ববিদ্যালয় থেকেঃ

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আজম খানকে সভাপতি ও মুলতাজিম বিন রায়হান সিয়ামকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি) এর খুলনা বিশ্ববিদ্যালয় সংসদের ৬১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৩শে মার্চ বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্ট কাউন্সিল (বিজেএসসি’র) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সনজিৎ সরকার ও সাধারণ সম্পাদক ইমরান আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজেএসসির সংসদের নতুন কমিটির সভাপতি বিশ্ববিদ্যালয়টির গণ যোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে গঠন করা হয়। সভাপতি: আজম খান (তৃতীয় বর্ষ), সিনিয়র সহ-সভাপতি: মো সবুজ বিশ্বস (তৃতীয় বর্ষে), সহ-সভাপতি: মেহবুবা ইয়াসমিন মেঘলা (তৃতীয় বর্ষ), সজিব রহমান (তৃতীয় বর্ষ), সাধারণ সম্পাদক: মুলতাজিম বিন রায়হান সিয়াম (তৃতীয় বর্ষ), যুগ্ম সাধারণ সম্পাদক মো মতিউর রহমান (তৃতীয় বর্ষ),সানজিদা রাজ্জাক সম্পা (তৃতীয় বর্ষ)।

বিজেএসসির খুলনা সংসদের সভাপতি আজম : সম্পাদক সিয়াম

সাংগঠনিক সম্পাদক: তেহসিন আশরাফ প্রত্যয় (দ্বিতীয় বর্ষ), যুগ্ন সাংগঠনিক সম্পাদক মো সাদিক আব্দুল্লা (দ্বিতীয় বর্ষ),মীর হাসিব (দ্বিতীয় বর্ষ)। দপ্তর সম্পাদক: মাজহারুল ইসলাম রাকিব (তৃতীয় বর্ষ),উপ-দপ্তর সম্পাদক: মো সম্রাট শেখ (তৃতীয় বর্ষ), প্রচার সম্পাদক: মো রমজান শেখ (দ্বিতীয় বর্ষ), উপ-প্রচার সম্পাদক মেহেদী হাসান বাপ্পী (দ্বিতীয় বর্ষ)। অর্থ বিষয়ক সম্পাদক:মাহমুদুল হাসান পলক (তৃতীয় বর্ষ), উপ-অর্থ বিষয়ক সম্পাদক: পম্পা রানী দে (তৃতীয় বর্ষ)। তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক: চয়ন মাহমুদ (দ্বিতীয় বর্ষ),উপ- তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক: বিষূ দাস (দ্বিতীয় বর্ষ)। আইন বিষয়ক সম্পাদক: আসিফ আহমেদ তন্ময় (দ্বিতীয় বর্ষ), উপ-আইন বিষয়ক সম্পাদক: মনিরা আফরিন মুন্নি (দ্বিতীয় বর্ষ)।

শিক্ষা বিষয়ক সম্পাদক: মোঃমারুফ হোসেন (দ্বিতীয় বর্ষ),উপ- শিক্ষা বিষয়ক সম্পাদক: মোঃগিয়াস উদ্দিন বাবু (দ্বিতীয় বর্ষ)। নারী বিষয়ক সম্পাদক: জান্নাত-ই-নাদিয়া তামান্না (দ্বিতীয় বর্ষ), উপ- নারী বিষয়ক সম্পাদক:তন্দ্রা মন্ডল (দ্বিতীয় বর্ষ), আফিয়া (দ্বিতীয় বর্ষ), নানজিবা ইবনাথ (দ্বিতীয় বর্ষ)। সাহিত্য বিষয়ক সম্পাদক:নাবিলা কবির (দ্বিতীয় বর্ষ),উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক: জি এম জাহাঙ্গীর আলম ,(দ্বিতীয় বর্ষ),ফাহমিদা (দ্বিতীয় বর্ষ)। গ্রন্থণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: মেহজাবীন হোসেন বন্ধন (দ্বিতীয় বর্ষ), উপ- গ্রন্থণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক:মোঃ সৌমিক আহমেদ (দ্বিতীয় বর্ষ)।সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক:সিলমি সাদিয়া (দ্বিতীয় বর্ষ),উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক:মোঃশফিক ইসলাম (দ্বিতীয় বর্ষ)।

সমাজ সেবা বিষয়ক সম্পাদক:ইবনুল হাসান (দ্বিতীয় বর্ষ),উপ-সমাজ সেবা বিষয়ক সম্পাদক: আতিকুর রহমান (দ্বিতীয় বর্ষ)। মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক: আয়শা সিদ্দিকা (দ্বিতীয় বর্ষ), উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক: সুদিপ্ত সাহা (দ্বিতীয় বর্ষ)। ভ্রমণ বিষয়ক সম্পাদক: মোঃরাবিদ রহমান (দ্বিতীয় বর্ষ), উপ-ভ্রমণ বিষয়ক সম্পাদক:কাওসার আহমেদ (দ্বিতীয় বর্ষ)। ক্রীয়া বিষয়ক সম্পাদক: শাওন শেখ শুভ (দ্বিতীয় বর্ষ),
উপ-ক্রীয়া বিষয়ক সম্পাদক: মোঃখাইরুল বাশার (দ্বিতীয় বর্ষ)। ত্রান বিষয়ক সম্পাদক: শাহজাহান হোসেন (দ্বিতীয় বর্ষ),উপ-ত্রান বিষয়ক সম্পাদক:গোরাঙ্গ রায় (দ্বিতীয় বর্ষ), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক:মোঃ আশরাফুল আলম (তৃতীয় বর্ষ), উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক:মোঃমিকাইল হোসেন (দ্বিতীয় বর্ষ)।

আপ্যায়ন বিষয়ক সম্পাদক:কাজি নাফীজা লাম-আ-নূর (দ্বিতীয় বর্ষ), উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক: মোঃশিহাব (দ্বিতীয় বর্ষ), দোলা সাহা (দ্বিতীয় বর্ষ), রিমি খাতুন ময়না (দ্বিতীয় বর্ষ), রুকাইয়া মৌসুমি (দ্বিতীয় বর্ষ),সামিয়া আক্তার মিতা (দ্বিতীয় বর্ষ), খাদিজা খাতুন (দ্বিতীয়বর্ষ)।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হচ্ছেন শাহ-ইফতেখার আহসান খান (প্রথম বর্ষ),মোঃরাকিবুর রহমান তামিম (প্রথম বর্ষ), আল আসিফ অনিক (প্রথম বর্ষ), কাজি শাহরিয়ার রহমান (প্রথম বর্ষ), নিগার সুলতানা (প্রথম বর্ষ), শামিনা শাজনিন কুইন (প্রথম বর্ষ), শেখ মুহাম্মদ আব্দুল্লা মুন্না (প্রথম বর্ষ), নিয়ামতুল্লাহ আল মারুফ (প্রথম বর্ষ), এস এম মুহাইমিন আলি (প্রথম বর্ষ),অনিরুদ্ধ ঘোশ(প্রথম বর্ষ)।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৩ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি)। বর্তমানে বিজেএসির সাথে যুক্ত রয়ছে ১৫টি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি) অন্তভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়,রাজশাহী বিশ্ববিদ্যালয়,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,কুমিল্লা বিশ্ববিদ্যালয়,খুলনা বিশ্ববিদ্যালয়,বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস, স্টেট ইউনিভার্সিটি বাংলাদেশ এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।

এদিকে আজ  ২৪শে মার্চ, বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক নবীন বরণ অনুষ্টান-২০১৮ অনুষ্ঠিত হয়। সকাল এগারোটায় জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে এই নবীন বরণ অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সাবেক উপচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।বিশেষ অতিথি ছিলেন ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক,জাতীয় প্রেসক্লাব, ঢাকা।

প্রধান আলোচক ছিলেন অধ্যাপক মোঃমফিজুর রহমান,চেয়ারপার্সন, গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ,ঢাকা বিশ্ববিদ্যালয়।বিশেষ আলোচক ছিলেন ড.শাহ মোঃনিসতার জাহান কবির,চেয়ারপার্সন গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ,জগন্নাথ বিশ্ববিদ্যালয়।উজ্বল কুমার মন্ডল,সভাপতি, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের ১৫ টি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের বিজেএসসির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।