বাংলাদেশে মডেল ফার্মেসী ও মেডিসিন শপের র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত

0
287

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে বাংলাদেশে মডেল ফার্মেসী ও মডেল মেডিসিন শপের প্রচারনামূলক র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার কার্যালয় থেকে র‌্যালীটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শেষে বাগেরহাট স্বাধীনতা উদ্দান কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে বাগেরহাটে সাংস্কৃতিক ফাউন্ডেশন কার্যালয়ে বাংলাদেশে মডেল ফার্মেসী ও মডেল মেডিসিন শপ এর প্রয়োজনীয়তা ও সম্ভাবনা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। বাগেরহাট ঔষধ তত্তাবধায়ক মেহেদী আফজাল পল্লবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো শাহীনুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিম সুপার ওবায়দুর রহমান,সিভিল সার্জন ডাঃ কে,এম হুমায়ুন কবির,বিসিডিএস বাগেরহাট সভাপতি অবনীশ কুমার মুখাজির্, বিসিডিএস বাগেরহাট সাধারন সম্পাদক মোল্লা মুকুল হোসেন,আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অবঃ প্রাপ্ত প্রধান শিক্ষক মুখার্জী রবীন্দ্রনাথ,টেকনিকাল এ্যাডভাইজার রাইয়ান আমজাদ প্রমুখ।
বক্তারা মেয়াদ উত্তীর্ন,নকল,ভেজাল ঔষধ বিক্রয় বন্ধ ও রেজিস্ট্রার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এনটিবায়োটিক ক্রয় ও বিক্রয় বন্ধ করতে সকল মডেল ফার্মেসী ও মডেল মেডিসিন শপের ব্যবসায়ীদের আহবান জানান বক্তারা।