‘বর্তমান সরকার পার্বত্য এলাকায় উন্নয়নে আন্তরিক’

0
172

খুলনাটাইমস ডেস্ক : বর্তমান সরকার পার্বত্য এলাকায় সকল প্রকার উন্নয়নে আন্তরিক। তাই সকল জতিলতাকে উপেক্ষা করে দেশ নেত্রী শেখ হাসিনা একান্ত হস্তক্ষেপে দাতা সংস্থার পরিচালিত ২১০টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আওয়াতায় আনা হয়েছে। শুধু তাই নয়, করোনা পরিস্থিতির কারণে কিছুটা সময় বিলম্ব হলেও এসব বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের সরকারী করণ করা হবে। সাড়ে ৮ শ জন প্রায় এসব শিক্ষকদের জাতীয় করণ করতে পার্বত্য মন্ত্রনালয় কাজ করে যাচ্ছে।
শনিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জুরাছড়ি বিশ্রামাগারে প্রশিক্ষিত বেকার যুবতীদের সেলাই মেশিন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা একথা বলেন।
বেকার দরিদ্র মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী এবয় সাংস্কৃতিক সরঞ্জাম বিতরণী সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, থানা কর্মকর্তা ইনচার্জ মোঃ মাহমুদুল হাই, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চারু বিকাশ চাকমা উপস্থিত ছিলেন। এ সময় সুবলং শাখা বন বিহার উন্নয়নে ১ লক্ষ ২৮ হাজার টাকা, ৫৫ জন বেকার যুবতীদের সেলাই মেশিন, ১০টি বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক সরঞ্জাম বিতরণ করা হয়।
এর আগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ৯৭ লক্ষ টাকা ব্যয়ে বাস্তবায়িত বনযোগীছড়া উচ্চ বিদ্যালয়ে ছাত্রদের আবাসিক হোস্টেল উদ্বোধন করেন। পরে মুজিব বর্ষ উপলক্ষে বিদ্যালয়ের প্রঙ্গনে ফলজ চারা রোপন করেন। এ ছাড়া বনযোগীছড়া ইউনিয়নে স্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন চিটাগং হিল ট্রাক্টস, এসআইডি-সিএইচটি, ইউএনডিপির সহযোগীতায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ বাস্তবায়িতধীন সিএইচটি ক্লাইমেট রেসিলিয়েন্স প্রজেক্ট (সিসিআরপি) মনিটরিং ভিজিট ও মতবিনীময় সভায় অংশগ্রহণ করেন।
বনযোগীছড়া উচ্চবিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সিএইচটি ক্লাইমেট রেসিলিয়েন্স প্রজেক্টের জেলা কর্মকর্তা পলাশ খীসার ধারা সঞ্চলনায় সভাপতিত্ব করের সিআরসির সভাপতি সন্তোষ বিকাশ চাকমা।