বনদস্যু রুস্তম বাহিনী প্রধান স্ত্রীসহ আটক : অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার

0
253

পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছার দুর্র্ধর্ষ বনদস্যু রুস্তম বাহিনী প্রধান রুস্তম গাজী (৫০) ও তার স্ত্রী নিলুফা ইয়াসমিন (২৮) কে আটক করেছে পুলিশ। এ সময় তাদের বাড়ীতে তল্লাশি করে ৩টি রিভালবার, ১০ রাউন্ড গুলি, ছুরা ২টি, চাপাতি ১টা, চাইনিজ কুড়াল ১টা, করাত ১টা ও একটা হাতুড়ী সহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। রুস্তম উপজেলার সলুয়া গ্রামের মৃত বাছের আলী গাজীর ছেলে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে নিজ বাড়ী থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এজাজ শফি জানান, বনদস্যু রুস্তম বাহিনী প্রধান রুস্তম গাজী বাড়ীতে অবস্থান করছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় রুস্তম গাজীকে দস্যুতায় ও অস্ত্র-গোলাবারুদ সংরক্ষণে রাখতে সহযোগীতার অভিযোগে তার স্ত্রী নিলুফা খাতুনকেও আটক করা হয়। তাদের বাড়ীতে তল্লাশি করে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। আটককৃত রুস্তম গাজী দীর্ঘদিন ধরে নিজের নামে বাহিনী গড়ে তুলে সুন্দরবনে ডাকাতিসহ দস্যুতা করে আসছিল। তার বিরুদ্ধে পাইকগাছা থানায় ৩টি দস্যুতার মামলা রয়েছে। আটককৃত রুস্তম ও তার স্ত্রী নিলুফা ইয়াসমিনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।