বটিয়াঘাটায় কৃষক প্রশিক্ষণ বিষয়ক সভা

0
272

বটিয়াঘাটা অফিস: বটিয়াঘাটায় কৃষি প্রনোদনা কর্মসূচির অধিনে ক্ষুদ্র প্রান্তিক চাষীদের মাঝে রবি ও ফরিপ-১ মৌসূমে ভূট্টা, সূর্যমূখী, শীত ও গ্রীষ্ম কালিন মূগ, তিল বীজ এবং সার বিনা মূল্যে বিতরণ ও কৃষক প্রশিক্ষণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। রবিবার বেলা ১১টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামীম আরা নিপার সভাপতিত্বে ও স্বাগত বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান, বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা জীবানন্দ রায়ের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ ইমান আলী মল্লিক, উপ-সহকারি কৃষি কর্মকর্তা যথাক্রমে সরদার আব্দুল মান্নান, গাজী আঃ গফ্ফার, কমলেশ বালা, মোঃ মোস্তাফিজুর রহমান, আব্দুল হাই, দীপন হালদার ও পিন্টু মল্লিক প্রমূখ। সভায় বক্তারা বিনা মূল্যে প্রদান করা সার ও বীজ ক্ষুদ্র প্রান্তিক চাষীদের হাতে তুলে দিয়ে বলেন, এসব কৃষি উপকরণের যথাযথ ব্যবহার ও তার সঠিক তদারকির মাধ্যমে ভালো ফসল উৎপাদনের জন্য কৃষকদের প্রতি আহবান জানান।