বছরের শেষে আরও ৮৯ লাখ টিকা আসছে

0
149

টাইমস ডেস্ক: চলতি বছরের শেষ দিকে দেশে আরও ৮৯ লাখ ডোজ করোনার টিকা আসছে। এর মধ্যে রয়েছে ৭১ লাখ ডোজ ফাইজার ও ১৮ লাখ ডোজ মডার্নার টিকা। যুক্তরাষ্ট্র ও কোভ্যাক্স সুবিধার আওতায় এসব টিকা বরাদ্দ পেয়েছে বাংলাদেশ। এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রে সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। গতকাল বুধবার তার ফেসবুকে এ তথ্য দেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী লিখেন, আমরা যুক্তরাষ্ট্রের দেওয়া ৭১ লাখ ফাইজারের টিকা বরাদ্দ পেয়েছি। আর কোভ্যাক্স সুবিধার আওতায় পেয়েছি ১৮ লাখ মডার্নার টিকা। টিকাগুলো চলতি বছরের শেষ দিকে দেশে আসবে। একই সময়ে আমরা আরও টিকা বরাদ্দ পেতে আশাবাদী।

এদিকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে টিকা এসেছে ৪ কোটি ৯৫ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এর মধ্যে একই সময় পর্যন্ত সারাদেশে মোট টিকা নিয়েছেন তিন কোটি ৭৩ লাখ ১৫ হাজার সাতজন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নেন দুই কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৫৬৫ জন। আর এক কোটি ৪৮ লাখ ২০ হাজার ৪৪২ জন দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেন। চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনা টিকাদান কর্মসূচি শুরু হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের টিকার মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করেন। বর্তমানে দেশে অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, ফাইজার ও সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে।