বক্স অফিসে মুক্তির প্রথম দিনেই ‘ড্রিম গার্ল’-এর দাপট

0
363

খুলনাটাইমস বিনোদন: ৩০ কোটি রুপি বাজেটের ‘ড্রিম গার্ল’ মুক্তির প্রথম দিনেই আয় করলো প্রায় ১০ কোটি রুপিৃবর্তমানে বলিউডে ‘হিট মেশিন’ বলা হয় অভিনেতা আয়ুষ্মান খুরানাকে। কম বাজেটের ছবিতে অভিনয় করলেও বক্স অফিসে তার সবগুলো ছবিই সুপার হিট! শুক্রবার মুক্তি পেল তার নতুন ছবি ‘ড্রিম গার্ল’। এই ছবি মুক্তির পর ফের নিজের সামর্থের পরিচয় দিলেন এই অভিনেতা। মুক্তির প্রথম দিনেই বেশ ভাল আয় করেছে কমেডি ঘরানার এই ছবি। মুক্তির প্রথম দিনে ‘ড্রিম গার্ল’ আয় করেছে প্রায় ১০ কোটি রুপি। যেখানে সিনেমা ট্রেড অ্যানালিস্টরা ধারণা করেছিলেন এর আয় দাঁড়াতে পারে ৮-১২কোটি রুপি! ছবিতে আয়ুষ্মানের বিপরীতে অভিনয় করেছেন নুসরাত বারুচা। ‘ড্রিম গার্ল’ আয়ুষ্মান অভিনীত এমন একটি ছবি যেটি এখন পর্যন্ত মুক্তির প্রথম দিনে সর্বোচ্চ আয় করা আয়ুষ্মানের সকল ছবিগুলোর ভেতর শীর্ষস্থান দখলে নিলো। একই সাথে এই ছবিটি ২০১৯ সালে মুক্তি প্রাপ্ত ৯ম অথবা ১০ম ছবির একটি যেটি মুক্তি প্রথম দিনে বেশি আয় করা ছবিগুলোরও একটি। এর আগে আয়ুষ্মান অভিনীত বাধাই হো, আর্টিকেল ফিফটিন, শুভ মঙ্গল সাবধান, আন্ধাধুন, বেরেলি কি বারফি সিনেমার শুরুর দিনে আয় ছিল যথাক্রমে ৭.৩৫, ৫.০২, ২.৭১, ২.৭০ ও ২.৪২ কোটি রুপি।
ভারতে সব মিলিয়ে মোট ২০০০ হলে মুক্তি পেয়েছে ‘ড্রিম গার্ল’। মুক্তির প্রথম দিনের এমন আয় থেকে ধারণা করা হচ্ছে, হয়তো বক্স অফিসে হিটের তালিকায় নাম লেখাবে ছবিটি।
‘ড্রিম গার্ল’-এর বাজেট:
‘ড্রিম গার্ল’ এর মোট বাজেট মাত্র: ৩০কোট রুপি।
প্রোডাকশন ব্যয়: ২০কোটি রুপি
বিজ্ঞাপন ও প্রিন্টিং ব্যয়: ১০কোটি রুপি।