ফুলবাড়ীগেট বালুর মাঠে কোরবানীর পশুরহাটের উদ্বোধন ১৬ আগস্ট

0
490

ফুলবাড়ীগেট প্রতিনিধি:

খুলনা যশোর মহাসড়কের পাশে ফুলবাড়ীগেট মীরেরডাঙ্গা পেট্ট্রোল পাম্প সংলগ্ন বালুর মাঠের সপ্তাহব্যাপী কোরবানীর বিশাল পশুরহাটের উদ্বোধন আগামী ১৬ আগস্ট। হাট পরিচালনা কমিটি ইতো মধ্যে তাদের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করে ফেলেছে।
গতকাল পশুরহাটের মাঠ সহ সার্বিক পরিবেশ পরিদর্শন করেন খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান লিংকন। এ সময় তার সাথে ছিলেন খানজাহান আলী থানা যুবলীগের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান রুপম, তরিকুজ্জামান মনিরসহ হাট পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। এ সময় পশুর হাটের নিরাপত্তাসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। হাট পরিচালনা কমিটির নেতৃবৃন্দ বলেন গরু-ছাগলের হাট উদ্বোধনের দিন থেকে ঈদের দিন পর্যন্ত চলবে। হাটে সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষনিক নিরাপত্তা ব্যাবস্থা থাকবে এছাড়া হাটে জাল নোট সনাক্তকরণ মেশিন, ক্রেতা-বিক্রেতা এবং পশুর চিকিৎসা প্রদানের ব্যবস্থ, ক্রেতা-বিক্রেতার থাকা খাওয়ার সুযোগ সুবিধা থাকবে, আধুনিক টয়লেট ব্যবস্থা, আইন শৃংখলা বাহিনীর সমন্বয়ে চব্বিশ ঘন্টা নিরাপত্তা ব্যবস্থাসহ গতবারের থেকে এবারে আরো বেশি ও আধুনিক সকল সুযোগ সুবিধা থাকার নিশ্চায়তা রয়েছে।