প্রধানমন্ত্রীর জন্মদিনে খুকৃবি’র বিভিন্ন কর্মসূচী উদযাপন

0
219

খবর বিজ্ঞপ্তি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য তনয়া প্রধানমন্ত্রী কৃষকরতœ শেখ হাসিনা এর ৭৪ তম জন্মদিন উপলক্ষ্যে অদ্য সোমবার (২৮ সেপ্টম্বর) সকাল ১০ টায় খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান বিশ^বিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ৭৪টি গাছের চারা রোপণের মাধ্যমে ৭৪তম জন্মদিনের শুভ উদ্বোধন করেন। অতঃপর বিশ^বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের উদ্যোগে আয়োজিত রক্তদান কর্মসূচি কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম শুভ জন্মদিন উপলক্ষে বিশ^বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ প্রধানমন্ত্রীর পরিবারের সকল শহীদ সদস্যসহ মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দ্রোলন ও বিভিন্ন আন্দ্রোলনে আত্মত্যাগকারী শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন। ভাইস চ্যান্সেলর বিশ^বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ৭৪ তম জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে উল্লেখ করেন যে, বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে যার যার অবস্থান থেকে প্রধানমন্ত্রীকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন অত্র বিশ^বিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. খন্দ্রকার মাজহারুল আনোয়ার, কুয়েটের প্রফেসর ড. পিন্টু চন্দ্র্র শীল, বিশ^বিদ্যালয়ের ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. এম এ হান্নান, খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট সাংবাদিকবৃন্দ্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন বিশ^বিদ্যালয়ের কৃষি অনুষদের ছাত্র হাফেজ মাহাদী হাসান সীন।