দায়িত্বশীল আচরণ নিশ্চিত হলে করোনার প্রাদুর্ভাব কমিয়ে আনা সম্ভব-সিটি মেয়র

0
228

খবর বিজ্ঞপ্তি:
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সামাজিক দুরত্ব বজায় রাখাসহ প্রত্যেক নাগরিকের দায়িত্বশীল আচরণ নিশ্চিত হলে করোনার প্রাদুর্ভাব কমিয়ে আনা সম্ভব। সরকার করোনা সংক্রমণ প্রতিরোধে বাস্তবমুখী কর্মসূচি হাতে নেয়ায় আমরা সাফল্যের সাথে ক্রান্তিকাল অতিক্রম করতে পারছি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা প্রতিরোধে যে ভূমিকা রেখেছেন তা প্রশাংসার দাবি রাখে বলে সিটি মেয়র উল্লেখ করেন। সিটি মেয়র সোমবার দুপুরে নগরীর শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে কোভিড ১৯ সংক্রান্ত ‘‘কন্ট্যাক্ট ট্রেসিং ও অন্যান্য পরবর্তী করণীয়’’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। করোনা আক্রান্তদের অনুসন্ধানের মাধ্যমে সনাক্ত করার উদ্দেশ্যে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ কর্মশালার আয়োজন করে। করোনা সংক্রমণ প্রতিরোধে সতর্কতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য কর্মশালায় সিটি মেয়র কেসিসি’র স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহবান জানান। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) পলাশ কান্তি বালা’র সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ডা. রাশিদা সুলতানা, কেএমপি’র উপপুলিশ কমিশনার মোঃ এহসান শাহ ও সিভিল সার্জন ডা মোঃ সুজাত আহমেদ। স্বাগত বক্তৃতা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. একেএম আবদুল্লাহ। কেসিসি’র স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, সহকারি স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, আইইডিসিআর এর প্রতিনিধি ডা. ইমরান হাসান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. সৈয়দ আহসান রিজভী প্রমুখ কর্মশালায় উপস্থিত ছিলেন। নগরীর ৩১ টি ওয়ার্ডের স্বাস্থ্য সহকারীসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।