প্রতিবন্ধীদের জন্য একীভূত স্বাস্থ্য সেবা এখন হাতের নাগালে

0
504

মীর খায়রুল আলম:
এক সময়ের সমাজের অবহেলিত, বঞ্চিত প্রতিবন্ধীরা একীভূর্ত স্বাস্থ্যসেবা গ্রহন করে স্বাভাবিক ভাবে জীবন যাপনে সহযোগীতা করছে। এই সেবার গ্রহন করে একদিকে অন্যদের সহযোগীতা ছাড়া প্রায় সকল কর্মকান্ড সম্পন্ন করার পাশাপাশি সমাজের বিভিন্ন উন্নয়নে সহযোগী হিসাবে কাজ করে যাচ্ছে। আর এ সকল ব্যক্তিদের স্বাভাবিক ভাবে জীবন যাপন করতে এগিয়ে এসেছে বিভিন্ন প্রতিষ্ঠান। যার মধ্যে ডিজএ্যাবল্ড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এ্যাসোসিয়েশন (ডিআরআরএ) একটি বেসরকারী উন্নয়ন সংগঠন। প্রতিষ্ঠানটি
প্রতিবন্ধী মানুষের সেবা ও অধিকার প্রতিষ্ঠায় সংস্থাটি ১৯৯৬ সাল থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে সংস্থাটি দেশের মানিকগঞ্জ, সাতক্ষীরা, ঢাকা, চট্টগ্রাম ও খুলনা জেলায় সরাসরি কার্যক্রম বাস্তবায়ন করছে। এ ছাড়া ডিআরআরএ আরো ১৯ টি জেলায় সহযোগী সংস্থার মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য সেবা ও পুনর্বাসনের কাজে নিয়োজিত রয়েছে। ডিআরআরএ মূলধারার স্বাস্থ্যসেবার সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্ত করার লক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-সংগঠন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের
সঙ্গে নিয়ে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।  প্রতিবন্ধী ব্যক্তিদের সরাসরি হাসপাতাল থেকে চিকিৎসা ও পুর্নবাসন সেবার পাশাপাশি অন্যান্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করাই এই কর্মসূচির মূল লক্ষ। মূলধারার স্বাস্থ্য সেবা ও কাঠামোতে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা অন্তভূক্তির জন্য বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এই কর্মসূচির সুনির্দিষ্ট উদ্দেশ্য হলো প্রতিবন্ধী ব্যক্তি যাতে সরকারী হাসপাতাল থেকে সেবা নিতে পারে সে জন্য সরকারী হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধি করা, হাসপাতালের পরিবেশ প্রতিবন্ধী বান্ধব করে তোলা। সেই সাথে  কার্যক্রমের মধ্যে রয়েছে অকুপেশনাল থেরাপি, ফিজিও থেরাপি, কাউন্সেলিং, বিনামূল্যে ঔষধ বিতরন, প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষন প্রদান। সাথে সাথে যাদের প্রতিবন্ধী হওয়ার সম্ভবনা রয়েছে তাদের ক্ষেত্রে শুধু ঝুঁকি সনাক্ত করা এবং তার প্রতিরোধমূলক কাউন্সেলিং (প্রিভেনটিভ কাউন্সিলিং), সিএইচসিপি ও কমিউনিটি গ্রুপের মাধ্যমে ব্যক্তি সনাক্ত করা ও হাসপাতালে রেফার করে সেবা গ্রহনে উদ্বুদ্ধ করা ইত্যাদি। ডিআরআরএ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় ও সিবিএম একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে যার জন্য বিশেষায়িত স্বাস্থ্য সেবা ও পুনর্বাসন প্রদান করা হবে। বর্তমানে ৩টি জেলার আওতায় ৯ টি উপজেলায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিবন্ধী বান্ধব স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষে ডিআরআরএ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
একসঙ্গে কাজ করছে। এর আওতায় ওয়ান স্টপ সার্ভিস ইউনিট প্রতিষ্ঠা করা হয়েছে এবং এর জন্য প্রয়োজনীয় উপকরন ও সারঞ্জম সরবারাহ করা হয়েছে। কর্মসূচি বাস্তবায়নে অর্থায়ন করছে সিবিএম এবং অস্ট্রেলিয়ান এইড। ডিআরআরএ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরো-ডিজঅর্ডার এন্ড অটিজম (ইপনার) মাধ্যমে দেশের ৩০ টি জেলায় পরিচালিত অটিজম চিহ্নিতকরন বিষয়ক জরিপে এবং পরবর্তী স্বাস্থ্যসেবা কার্যক্রমে পার্টনার হিসাবে কাজ করছে। এ কার্যক্রমের আওতায় ১০০ জন
ডাক্তারকে প্রশিক্ষন প্রদান করা হয়েছে। ডিআরআরএ এর নির্বাহী পরিচালক, ফরিদা ইয়াসমিন এই প্রশিক্ষন পরিচালনা করেন। স্বাস্থ্য অধিদপ্তরের নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) কর্মসূচির পঞ্চবার্ষিক পরিকল্পনায় ডিআরআরএ প্রদত্ত দুটি সুপারিশ গ্রহন করা হয়েছে। তাছাড়াও ডাক্তারদের সকল প্রকার প্রতিবন্ধিতা শনাক্তকরণের জন্য দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে প্রশিক্ষন প্রদানের জন্য সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে ডিআরআরএ নিরলসভাবে কাজ করছে। ##