প্রতাপনগরে একই দিন একই স্থানে দু’টি পৃথক মাহফিল আহবান

0
278

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার প্রতাপনগর এ বি এস ফাজিল মাদরাসার বার্ষিক ঈছালে সওয়াব মাহফিল নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। একই দিন একই স্থানে দু’টি পৃথক ব্যানারে মাহফিল আহবান করার ঘটনা নিয়ে এলাকায় থমথমে পরিবেশের সৃষ্টি হয়েছে। জানাগেছে, দক্ষিণ বঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন মরহুম আলহাজ্ব আল্লামা বুরহান উদ্দিন। সেই সময় থেকে মাদরাসা মাঠে মাদরাসার প্রতিষ্ঠাতার নেতৃত্বে শিক্ষকসহ এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় মাহফিল পরিচালনা কমিটির মাধ্যমে প্রতি বছর (বাংলা ৯ ফাল্গুন) বাৎসরিক ঈছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে। আল্লামা বুরহান উদ্দিনের ইন্তেকালের পর থেকে তাঁর উত্তরসূরীদের সার্বিক পরিচালনায় মাহফিল অনুষ্ঠিত হয়। এবারও ৯ ফাল্গুন মোতাবেক ২২ ফেব্রুয়ারি শনিবার ৬৩ তম বার্ষিক ঈছালে সওয়াব মাহফিল অনুষ্ঠানের লক্ষ্যে আল্লামা বুরহান উদ্দিনের ছেলেকে সভাপতি করে মেহমান ও আলেমদের দাওয়াত দিয়ে পোস্টারিং ও প্রচারনা শুরু করা হয়েছে। যেখানে প্রধান অতিথি থাকবেন, জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মুনছুর আহমেদ। একই দিন একই স্থানে মাহফিল আহবান করে পৃথক পোস্টারিং ও প্রচারনার শুরু করেছেন অপর পক্ষ। যেখানে আল্লামা বোরহান উদ্দিনের ছেলে সভাপতিত্ব করবেন এবং প্রধান অতিথি থাকবেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি বলা হয়েছে। ফলে এলাকার মানুষের মধ্যে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। মাহফিল পরিচালনা কমিটির সদস্য মোস্তফা হেলালুজ্জামান জানান, এ বছর মাদ্রাসা প্রতিষ্ঠাতার উত্তরসূরীদের বাদ দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মনগড়া ভাবে মাহফিল পরিচালনার লক্ষ্যে পোষ্টার ছাপিয়ে বিতর্কের সৃষ্টি করেছেন। এ বছর ৬৩ তম বার্ষিক ঈছালে সওয়াব মাহফিল প্রতিষ্ঠার উত্তরসূরীদের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। এব্যাপারে সাংবাদিকদের পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেনের ০১৭১১৯৫০২০১ নম্বরে রিং করা হলেও তিনি রিসিভ করেননি।