আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন এ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন রুহুল হক এমপি

0
230

মইনুল ইসলাম, আশাশুনি প্রতিনিধি: আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন এ্যাম্বুলেন্সটির ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেছেন- সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাতক্ষীরা-০৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক। আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন এ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন অকেঁজো ছিল। ফলে হাসপাতালে রোগি আনা নেওয়া ও রেফার রোগিদের পরিবহনে রোগিদের ভোগান্তির অন্ত ছিলনা। ডা. আ ফ ম রুহুল হক এমপির ঐকান্তিক প্রচেষ্টায় মাননীয় প্রধানমন্ত্রী এ হাসপাতালের জন্য একটি নতুন এ্যাম্বুলেন্স বরাদ্দ প্রদান করেন।
মঙ্গলবার সকালে নলতা ওরস শরীফের আখেরী মোনাজাতের পর তার অফিসের সামনে থেকে লাল ফিতা কেটে ডা. আফম রুহুল হক এমপি এ এ্যাম্বুলেন্সটির শুভ উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, আপনাদের স্বাস্থ্যসেবার মানউন্নয়নের জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এ্যাম্বুলেন্সটি অতিগুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রীয় সম্পদ। নতুন এ্যাম্বুলেন্সটি আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবার মান উন্নয়ন হবে। কমপ্লেক্সের কর্মকর্তাবৃন্দ ও এ্যাম্বুলেন্সটি ব্যবহারকারি রোগির স্বজনদের এটিকে যত্ন সহকারে ব্যবহার এবং ভালো ভাবে দেখভালের আহব্বান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. সুদেষ্ণা সরকার, সদ্য বিদায়ী আবাসিক মেডিকেল অফিসার ডা. সউদ বিন খায়রুল আনাম, ডা. সাইফুল ইসলাম, ডা. দীপন বিশ্বাস, প্রধান সহকারি রোকনুজ্জামান চৌধুরি মিলন, আশাশুনি উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী সামছুল আলম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এসএম সাহেব আলী, যুবলীগের সাংগঠনিক সম্পাদক তৌষিকে কাইফুসহ সাংবাদিক ও অফিস স্টাফবৃন্দ।