প্রকাশিত মিথ্যা বানোয়াট সংবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ

0
264

ঢাকা অফিস:
সম্প্রতি বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে “গণবিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেনকে অব্যাহতি” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি বিগত ১৯৮২ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক, পরবর্তীতে নির্বাহী পরিচালক এবং ২০০২ সাল থেকে গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে সুনামের সাথে দায়িত পালন করে আসছি। আমি বিশ্ববিদ্যালয়ে যোগদানকালে ২ লাখ ৬২ হাজার টাকা ব্যাংকে গচ্ছিত পেয়েছিলাম। যা বর্তমানে ২ শত ৫২ কোটি ৪৮ লাখ টাকার সম্পদে পরিণত হয়েছে। এছাড়া ব্যাংকে এখনো ২০ কোটি টাকার স্থায়ী আমানত রয়েছে।
সংবাদে বলা হয়েছে- আমার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি, যা হাস্যকর। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের ছাত্র ছিলাম এবং ১৯৮২ সালে ইতিহাস বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করি। একটি মহল আক্রোশ বশত আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচারে লিপ্ত রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনরূপ কারণ দর্শানো নোটিশ কিংবা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এমনকি গণবিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত পাস না করেই ট্রাস্টি বোর্ড একতরফাভাবে আমাকে অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছে, যা সম্পূর্ণ প্রচলিত আইন বহির্ভূত। তাই আমি উক্ত উদ্দেশ্যমূলক মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।