পোল্যান্ডের পার্লামেন্টে বিতর্কিত মিডিয়া বিল পাস

0
128

টাইমস ডেস্ক বিদেশ : পোল্যান্ডের পার্লামেন্ট একটি নতুন মিডিয়া বিল পাস করেছে সরকার। তবে এ মিডিয়া বিল নিয়ে রয়েছে বির্তক। বিরোধীরা বলছেন, সরকারের সমালোচনামূলক একটি টিভি চ্যানেলের স্বাধীনতা খর্ব করার জন্য এমন আইন করা হয়েছে। বিবিসি প্রতিবেদনের তথ্য মতে, পোল্যান্ড সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়- গণমাধ্যমগুলোতে স¤প্রচারে বৈদেশিক শক্তির প্রভাব নিয়ন্ত্রণ করা বন্ধ করার জন্য এই আইনের প্রয়োজন। তবে সমালোচকরা বলছেন, পোলিশ মার্কিন টিভি স্টেশন ‘টিভিএন’ বিক্রি করার জন্য প্রথম একটা পদক্ষেপ। এর ফলে দেশটির সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক খারাপ হওয়ার হুমকি রয়েছে। এদিকে, মিডিয়া বিল প্রসঙ্গে পোল্যান্ড সরকারের বক্তব্য, এই বিল ইউরোপীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সীমানার ভিতরে চীন বা রাশিয়া গণমাধ্যমের উপর প্রভাব ও নিয়ন্ত্রণ কায়েম করছে এবং সেই কায়েমি স্বার্থ রুখতেই সরকার মিডিয়া বিল নিয়ে এসেছে। কিন্তু বিরোধীদের দাবি এই মিডিয়া বিল সরকারের সমালোচক যেকোন গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার জন্যই এনেছে দক্ষিণপন্থী সরকার। গণমাধ্যমের স্বাধীনতার উপর আঘাত হানার বিরোধিতায় দেশের রাজধানী ওয়ার