পেগাসাস নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে শুনানি বৃহস্পতিবার

0
148

খুলনাটাইমস বিদেশ : পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে আড়ি পাতা কাÐ নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে আগামী বৃহস্পতিবার শুনানি হবে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়। এনডিটিভি জানিয়েছে, ইসরায়েলি এই অ্যাপের মাধ্যমে বিরোধী রাজনীতিক, সাংবাদিক, বিচারপতি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোনে আড়িপাতার অভিযোগ উঠেছে মোদী সরকারের বিরুদ্ধে। সরকারের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হলেও পেগাসাস নিয়ে আলোচনার দাবিতে সংসদের বর্ষাকালীন অধিবেশন কার্যত অচল করে রেখেছে বিরোধীরা। ইসরায়েলি সংস্থার কাছ থেকে স্পাইওয়্যারের লাইসেন্স নেওয়া হয়েছিলো কিনা সে বিষয়ে কেন্দ্রকে তথ্য প্রকাশের নির্দেশ দিতে আদালতে আর্জি জানিয়েছেন তারা। তাদের দাবি, ফরেনসিক রিপোর্টে ফোনে আড়ি পাতার বিষয়টি নিশ্চিত করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সিকিয়োরিটি ল্যাব। এ নিয়ে নিরপেক্ষ তদন্তেরও দাবি জানিয়েছেন তারা।