পূজা কমিটির নেতার সুস্থতা কামনায় প্রার্থনা সভা

0
500

খবর বিজ্ঞপ্তি: আদি কালীবাড়ি পাড়া সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ও বাজার কালীবাড়ি পূজা কমিটির সেবায়েত জয়ন্ত ব্যানার্জী চঞ্চল এর সুস্থতা কামনা করে প্রার্থনা সভা অনষ্ঠিত হয়। শুক্রবার (২ নভেম্বর) সকালে কালীমাতা মন্দিরে এর আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন নগর পূজা কমিটির প্রচার সম্পাদক সুব্রত হালদার তপা। পরিচালনা করেন উজ্জল ব্যানার্জী।
উপস্থিত ছিলেন নগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্যামল হালদার, সাধরণ সম্পাদক প্রশান্ত কুন্ডু, শিবচন্দ্র ব্যানার্জী, গোপী কিষান মুন্ধাড়া, ভোলানাথ ভট্টচার্য, মনোরঞ্জন সাহা, স্বপন সরকার, অরবিন্দু সাহা,তপন সাহা, ননী গোপাল সাহা, প্রশান্ত ব্যানার্জী, সুশান্ত ব্যানার্জী, স্বপন সাহা, রুপন দে, গৌতন হালদার, শংকর ঘোষ, বিপ্লব ভৌমিক, বিকাশ সাহা মদন, মুখেশ রাম, চিত্ত দাস, রাজু শীল, বিকাশ আগরওয়ালা, বিপ্রো দাস, অমৃত কুন্ডু, আকাশ ব্যানার্জী, অনিক ব্যানার্জী, গোপাল কুন্ডু, সৌরভ হাজরা, রতন দেবনাথ, বিপ্লব সাহা লব, দিলীপ সাহা, নারায়ন চন্দ্র সাহা, চৈতন্য চক্রবর্তী, ভবেশ শীল, গনেশ হাজরা, গৌতম লস্কার ও সনদ বসুসহ ভক্তবৃন্দ।