পুলিশ মানুষের সার্বিক নিরাপত্তা দিতে সর্বদা কাজ করে যাচ্ছে-আশাশুনি ওসি

0
313

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার দরগাহপুরে নারী নির্যাতন, যৌতুক, ইভটিজিং, মাদক ও সন্ত্রাস বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে দরগাহপুর কলেজিয়েট স্কুল মাঠে এ বিট পুলিশিং সমাবেশের আয়োজন করা হয়। ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ গোলাম কবির। অনুষ্ঠানে আওয়ামীলীগ নেতা মনোজ কান্তি সোম, অবঃ প্রধান শিশক্ষক সুধাংশ কুমার রাহা, মোহাম্মদ আলমগীর সরদার প্রমূখ বক্তব্য রাখেন। সাংবাদিক আসাদুজ্জামান মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে এসআই জুয়েল রানা, এএসআই পূর্ণানন্দ হরি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনসাধারন উপস্থিত ছিলেন। ওসি গোলাম কবির তার বক্তব্যে বলেন, মানুষের জানমাল ও নিরাপত্তার দায়িত্ব পুলিশের। পুলিশ মানুষের সার্বিক নিরাপত্তা দিতে সর্বদা কাজ করে যাচ্ছে। আমরা ইতিমধ্যে আন্তঃ উপজেলা সংযোগ সড়ক গুলোতে নজরদারি বাড়িয়েছি। বর্তমানে উপজেলায় সারারাত ব্যাপী ৪টি পুলিশের টিম দায়িত্ব পালন করছে। এলাকা থেকে মাদক, জঙ্গি, সন্ত্রাস, চুরিসহ সকল প্রকার অন্যায় দুর্নীতি নির্মূলে তিনি পুলিশের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসার আহবান জানান।