পারুলিয়া সাপমারা খাল পুনঃখনন বিষয়ক গনশুনানিতে ডা: আ.ফ.ম রুহুল হক এমপি

0
797

আব্দুর রব লিটু, দেবহাটা: সাতক্ষীরার দেবহাটার সাঁপমারা খাল পুনঃখননে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের আশ্রায়ন প্রকল্পের আওতায় এনে তাদেরকে বসবাসের পুন:বাসন করা হবে। বর্তমান সরকার জন বান্ধব সরকার। এ সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা সব সময় গরিব দু:খী মানুষের কথা চিন্তা করেন। খালের দু’পাড়ে ক্ষতি গ্রস্থ অসহায় পরিবারদের পুনঃবাসন করার জন্য ইতিমধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ সরকার অবশ্যই ক্ষতিগ্রস্থদেরকে পুন:বাসনের ব্যবস্থা করবেন। পারুলিয়া সাপমারা খাল পুনঃখনন বিষয়ক গনশুনানিতে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক সফল স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক আলহাজ¦ ডা: আ.ফ.ম রুহুল হক এমপি। এসময় তিনি আরো বলেন, খাল খনন কাজ বর্তমান সরকারের একটি বৃহৎ প্রকল্প। সারা বাংলাদেশে জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন মরা খাল, হাওড়-বাওড় গুলো খনন করা হচ্ছে। যা বর্তমান সরকারের একটি প্রসংশনীয় কর্মপরিকল্পনা। আর এ পরিকল্পনা বাস্তবায়নে ক্ষতিগ্রস্থ অসহায় ভূমিহীনদের পুনঃবাসন করা হবে। তাছাড়া এ সরকার আশ্রায়ন প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটি এলাকায় গৃহহীন পরিবারদের গৃহ নির্মান করে চলেছেন। যা ইতিপূর্বে কোন সরকার করতে পারিনি। তাই এখনন কাজে কোন অনিয়ম পেলে সংশ্লিষ্টদের ছাড় দেওয়া হবে না। সোমবার বিকাল ৪টায় দেবহাটার জোয়ার গুচ্ছগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সাপমারা খাল পুনঃখনন বিষয়ে গণশুনানীতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুনসুর আহমেদ। গনশুনানিতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, পানি উন্নয়ন বোর্ডের এসও সাইদুর রহমান,ইউপি সদস্য ইয়ামিন মোড়ল, মোকারম শেখ প্রমুখ।