পাইকগাছা আইনজীবী সমিতি’র নির্বাচনে ২১ প্রার্থীর মনোনয়ন বৈধ

0
258

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাঁচ দিন পর পাইকগাছা আইনজীবী সমিতি’র ২০২০ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দুপুরে সমিতির ২য় তলা ভবনে প্রজেকশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনিত পংকজ কুমার ধর-ন‚র প্যানেল, সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ মনোনিত সাত্তার – দিপংকর প্যানেল এবং সিপিবি এর প্রার্থী হিসাবে প্রশান্ত কুমার মন্ডল ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন। প্রার্থীরা নির্বাচিত হলে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের কথা ব্যক্ত করেন। তারা ভোটারদের সামনে নির্বাচনী ইশতেহার তুলে ধরে ভোট দিয়ে বিজয়ী করার আহŸান জানান। নির্বাচন পরিচালনা কমিটি’তে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. কিশোর মোহন মন্ডল, সহকারী নির্বাচন কমিশনার এ্যাড.শফিকুল ইসলাম কচি ও এ্যাড. উত্তম কুমার সানা। নির্বাচন কমিশনার এর অফিস হতে ১৩ থেকে ১৪ই নভেম্বর মনোনয়ন পত্র গ্রহণ, ১৭ ই নভেম্বর বিকাল সাড়ে তিনটা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল ও বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। ১৮নভেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহার ও বিকালে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে এবং ২৪ নভেম্বর সকাল ১০টা হতে বেলা ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে বলে সহকারী নির্বাচন কমিশনার এ্যাড. উত্তম কুমার সানা জানান। মোট ভোটার ৬৯ জন। নির্বাচনের দিন ঘনিয়ে আসায় প্রার্থী এবং তাদের সমর্থকগণ ব্যস্ত সময় পার করছেন। তারা আদালত প্রাঙ্গণে ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন।দিচ্ছেন নানা উন্নয়ন ম‚লক প্রতিশ্রুতি। মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে শুভেচ্ছা জ্ঞাপন ও আর্শীবাদ কামনার পাশাপাশি ভোটের আবেদন জানাচ্ছেন। নির্বাচনী প্রচারনা উপলক্ষে নবীন ও প্রবীণ আইনজীবীদের মধ্যে সম্পর্কের মেলবন্ধন আরও সুদৃঢ় হচ্ছে বলে সংশ্লিষ্টদের কাছ থেকে এসব তথ্য জানা গেছে।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে পংকজ কুমার ধর সভাপতি এবং তৈয়ব হোসেন সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন। অন্যদিকে, সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ থেকে জিএম আব্দুস সাত্তার সভাপতি এবং দিপংকর কুমার সাহা সাধারণ সম্পাদক পদে ভোটের লড়াইয়ে অংশ নিয়েছেন। পংকজ-তৈয়ব হোসেন পরিষদ থেকে সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ এবং শেখ আব্দুর রশীদ, যুগ্ম- সম্পাদক শিবু প্রসাদ সরকার, ক্রীড়া ও সংস্কৃতি সরদার সুবেহ সাদিক, সাহিত্য ও সাংস্কৃতিক সাইদুর রহমান মিঠু ও লাইব্রেরী পদে সঞ্জয় কুমার মন্ডল। এই প্যানেলের তিনজন সদস্য প্রার্থী হলেন, ভব রঞ্জন বৈদ্য, সমরেশ চন্দ্র মন্ডল ও শেখ আবুল কালাম আজাদ। অপরদিকে সাত্তার-দিপংকর পরিষদ থেকে সহ-সভাপতি মোঃ মোজাফ্ফর হাসান এবং জি এম আক্কাছ আলি, যুগ্ম- সম্পাদক অনাদি কৃষ্ণ মন্ডল, ক্রীড়া ও সংস্কৃতি মোঃ আব্দুল মালেক, সাহিত্য ও সাংস্কৃতিক মোঃ বেলাল উদ্দীন, লাইব্রেরী সম্পাদক মোঃ আব্দুল মজিদ গাজী ও এই পরিষদে একজন সদস্য প্রার্থী হলেন, রেহেনা পারভীন। অন্যদিকে, সিপিবি এর আইনজীবী পরিষদে থেকে সভাপতি প্রার্থী হলেন, প্রশান্ত কুমার মন্ডল। নির্বাচনে মোট ১১টি পদের বিপরীতে ২১ জন প্রার্থীর সবাইকে বৈধ ঘোষনা করা হয়েছে।