পাইকগাছায় বাড়ী ঘর ভাংচুরের অভিযোগে সংবাদ সম্মেলন

0
248

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় সন্ত্রাসী, দখলবাজ, পরসম্পদলোভী আখ্যা দিয়ে উপজেলার তোকিয়া গ্রামের মৃত ইমান আলী ঢালীর পুত্র নুর ইসলাম ও লুৎফরের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে একই গ্রামের আনার আলী ঢালীর স্ত্রী মুসলিমা বেগম। রবিবার বিকালে পাইকগাছা প্রেসক্লাবে লিখিত বক্তব্যে তিনি জানান, উপজেলার তোকিয়া মৌজায় এস,এ ১৫ নং খতিয়ানে ১৬ দাগে ৪৭ শতক জমির মধ্যে ৩৬ শতক জমি আমার স্বামীর পৈত্রিক সম্পত্তি। যেখানে আমরা দীর্ঘ ৫০ বৎসরেরও অধিককাল যাবৎ পাকা বাড়ী ঘর নির্মাণ পূর্বক বংশ পরম্পরায় বসবাস করে আসছি। বর্তমান সেটেলমেন্ট জরিপে উক্ত সম্পত্তি আমার স্বামীর নামে রেকর্ড হয়েছে। কিন্তু অতীব দুঃখের বিষয় আমাদের প্রতিবেশী ইমান ঢালীর পুত্র নুর ইসলাম ঢালী ও লুৎফর ঢালী আমাদের সম্পত্তি অবৈধভাবে জবর দখলের জন্য দীর্ঘদিন ধরে পায়তারা করে আসছে। তারই ধারাবাহিকতায় গত ১৩ নভেম্বর, বুধবার সকাল আনুমানিক ১০টায় নুর ইসলাম এবং লুৎফর বহিরাগত সন্ত্রাসীদের জড়ো করে আমাদের বসত বাড়ীতে হামলা করে। তারা শাবল, কুড়াল, হাতুরী ও লোহার রড দিয়ে আমার পাকা ঘর ভেঙ্গে তছনছ করে। আমরা বাঁধা দিলে তারা আমাদেরকে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে। তারা আমাদের ঘর-দরজা ভাংচুর করে এবং ঘর হতে স্বর্ণালংকার সহ বিভিন্ন মালামাল লুট করে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। এ ঘটনায় আমি বাদী হয়ে পাইকগাছা থানায় নুর ইসলাম, লুৎফর, আতিয়ার সহ ৫জনকে আসামী করে মামলা দায়ের করি। থানাপুলিশ নুর ইসলামকে গ্রেপ্তার করে। এরপর প্রতিপক্ষরা আরো বেপরোয়া হয়ে আমাদের খুন জখমের হুমকি অব্যাহত সহ মামলা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করছে বলে সংবাদ সম্মেলন উল্লেখ করেন।