পাইকগাছায় সড়ক দূর্ঘটনায় বাড়ি ফেরা হলনা দাদার, নাতি হাসপাতালে

0
183

কপিলমুনি প্রতিনিধি:
পাইকগাছায় মোটরসাইকল ও মাইক্রাবাসের মুখোমুখি সংঘর্ষে আরশাদ আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় তার সাথে থাকা নাতি বাচ্চু সরদার(২৫) আহত হন। তাদের বাড়ি খুলনার কয়রা উপজেলার হরিহরনগর গ্রামে। নিহত আরশাদ ঐ এলাকার খোরশেদ সরদারের ছেলে। আহত বাচ্চুর পিতার নাম মাহবুব সরদার। ঘটনাটি ঘটেছে রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার লস্করের চর মসজিদের সামনে। পুলিশ ঘাতক মাইক্রো চালককে আটক ও মাইক্রোবাসটি জব্দ করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
জানা যায়, আরশাদ আলী নাতিকে নিয়ে পাইকগাছার শিবসা ব্রিজের নিচে গোলের নৌকা মেরামত করে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে লস্কর ইউনিয়নের আলমতলা চর মসজিদের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাস তাদের সামনাসামনি আঘাত করে। এতে তারা গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় দাদা আরশাদ আলীর মৃত্যু হয়। আহত নাতি বাচ্চু সেখানে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে সুরোতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পাইকগাছা থানার ওসি (তদন্ত) আশরাফুল আলম জানান, পুলিশ ঘাতক মাইক্রো চালককে আটক ও মাইক্রাবাসটি জব্দ করে থানা হেফাজতে রেখেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।