পাইকগাছায়, সরকারী নির্দেশনা মেনে চলার আহবান এমপি বাবুর

0
248

খবর বিজ্ঞপ্তি:
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে দয়া করে কেউ ঘরের বাহিরে আসবেন না! অন্যদের নিষেধ করুন, নিরুৎসাহিত করুন, সরকারী নির্দেশনা মেনে চলুন। অতি প্রয়োজনে বের হলে সতর্কতা অবলম্বন করে সামাজিক দুরত্ব বজায় রেখে চলুন। তিনি সমাজের বিত্তবান, সমাজকর্মী সহ দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, করোনা দুর্যোগে মহাবিপদের সময় এলাকায় যে ঘরে হাঁড়ি জ্বলেনা তাদের খোঁজ-খবর নিয়ে বাড়ীতে খাদ্য সহয়তা পৌঁছিয়ে দিন। বিপদের সময় মানুষের পাশে থাকলে, মানুষ তাদের ভোলেনা। একই সাথে বলেন পর্যায়ক্রমে সকল মানুষের মাঝে খাবার পৌঁছায়ে দেওয়া হবে। কেউ স্বার্থপর হয়ে সুখী, কেউ স্বার্থ বিলিয়ে সুখী। তবে আমি কখনো স্বার্থপর হতে শিখিনি। সব সময় চেষ্টা করেছি অসহায় মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিতে। এসবের বিনিময় একদিন কিছু পাব এমন আশা আগেও করিনি, আজও করি না। আমি শাসক হতে আসিনি সেবক হয়ে মানুষের হৃদয়ে থাকতে চেয়েছি। দেশের সংকটকালে এমপি আক্তারুজ্জামান বাবু ব্যক্তিগত ভাবে কয়রা উপজেলা সহ পাইকগাছার লতা, দেলুটিসহ বিভিন্ন স্থানের ন্যায় গত বুধবার দুপুরে রাড়ুলীর বাঁকা বাজারে দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শংকর দেবনাথের সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাবেক সদস্য আরশাদ আলী বিশ্বাসের পরিচালনায় এ সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সহ-সভাপতি সমিরণ কুমার সাধু, স্নেহেন্দু বিকাশ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, আ’লীগ নেতা বিমল পাল, আহম্মদ আলী গোলদার, আমজেদ মোড়ল, সুনিল বিশ্বাস, শচীন দাশ, বিকাশ সরকার, আবু বক্কর, সাত্তার গাজী, ইউসুফ সরদার আবুল সরদার, মাজেদ বিশ্বাস, জলীল গাজী, ইউপি সদস্য আঃ সাত্তার গাজী, যুবলীগ নেতা এএম আজিজুল হাকিম, রমজান আলী, মিঠুন দেবনাথ, তাপস, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি সহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ। এছাড়া গত মঙ্গলবার ফেসবুকে ছায়েদার সংগ্রামী জীবনের গল্প শিরোনামে খবর প্রকাশ হলে ঐ রাতেই তার বাড়ীতে যেয়ে খাদ্য সামগ্রী বিতরণ করার পাশাপাশি ঘর নির্মাণের প্রতিশ্রুতি দেন এমপি আক্তারুজ্জামান বাবু।