পাইকগাছায় সরকারি রাস্তা দখল করে এসএমবি ইটভাটার কার্যক্রম, বিড়ম্বনা

0
256

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় শিববাটি ব্রীজ থেকে কাটাখালী রোডের পাশে অবস্থিত আলোচিত প্রায়ত নজরুলের (এসএমবি) ইটভাটার কারণে বিড়ম্বনায় পড়েছে পথযাত্রীরা। সরকারী রাস্তা জুড়ে মাটি তুলে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ। গতকাল সন্ধ্যা থেকে গুড়িগুড়ি বৃষ্টির ফলে ভাটার মাটি রাস্তায় রাখার কারণে কাঁদা হওয়ায় পিছলে অনেক মোটরসাইকেল যাত্রীসহ পথযাত্রীরা দুর্ঘটনার শিকার হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই এই ইট ভাটাটি পরিচালিত, অভিযোগ দীর্ঘদিনের। সম্প্রতি, ভ্রাম্যমান আদালত নানা অভিযোগের প্রেক্ষিতে ভাটা কর্তৃপক্ষকে জরিমানা করে। এরপরও সরকারী নীতিমালা না মেনে বছরের পর বছর ধরে ভাটা মালিক রাস্তার দু’ধারে মাটি তুলে পরিবেশ দুষণ করে সরকারী রাস্তা নষ্ট করছে। এ ব্যাপারে প্রয়াত নজরুল ইসলামের পুত্র মিথুনের ০১৭১২-১৫৭৩৭৭ নং মোবাইলে যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি। এব্যাপারে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।