পাইকগাছায় মুসল্লীদের স্বাস্থ্য সচেতনতা, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ রোধে ইমামদের করণীয় শীর্ষক সভা

0
192

পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছায় করোনা প্রতিরোধে মসজিদে মুসল্লীদের স্বাস্থ্যবিধি রক্ষার্থে সকল ইমামগণকে সচেতনতা, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ রোধে ইমামদের করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের আয়োজনে উক্ত ইমাম সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। ইসলামী ফাউন্ডেশনের উপজেলা মডেল এমএস শেখ শওকত হোসেন এর পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী ফাউন্ডেশনের উপজেলা মডেল জিসি মামুনুল হক, মোঃ রুস্তম আলী, আলহাজ্ব মাওলানা হাফছার উদ্দীন। আবু নাসের মোঃ আঃ হামিদ, মাওলানা এম এ মান্নান, মাওলানা আব্দুল কাদের,কারী শাহাদাৎ হোসেন, হাফেজ মাওলানা আবুল কাশেম, হাফেজ আশিকুর রহমান, মাওলানা আবুল কালাম আজাদ সহ উপজেলার সকল ইমামবৃন্দ। সভা শেষে বঙ্গবন্ধু ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের আমীর আল-সাবাহ এর মৃত্যুতে তাদের রুহের মাগফেরাতের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়। একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা হাফছার উদ্দীন।