ভিডিও কনফারেন্সে পাইকগাছায় ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

0
152

পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছায় মুজিব বর্ষ উপলক্ষে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে দুর্যোগ মোকাবেলায় ১১০টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, ৩০টি বন্যা আশ্রয় কেন্দ্র, ৫টি মুজিব কিল্লার শুভ উদ্বোধন এবং ৫০টি মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উক্ত উদ্বোধনকৃত বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের মধ্যে ১টি ছিল পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুলের বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র।

রবিবার সকালে লক্ষীখোলা কলেজিয়েট স্কুলের বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, উপজেলার নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, সহকারী কমিশনার(ভূমি) মোঃ শাহরিয়ার হক, অফিসার ইনচার্জ মোঃ এজাজ শফি, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান হহাওলাদকর, পিআইও ইমরুল কায়েস, ওসি (তদন্ত) স্বপন কুমার রায়, ৬নং লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, লক্ষীখোলা কলেজিয়েট স্কুলের সভাপতি জনাব কে এম আরিফুজ্জামান (তুহিন) এবং লক্ষীখোলা কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মেসবাহুল হক বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা বৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খুলনা টাইমস/এমআইআর