পাইকগাছায় দেলুটির বিরোধপূর্ণ চিংড়ি ঘের নিয়ে এমপির সাথে ভুক্তভোগীদের মতবিনিময়

0
246

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছার দেলুটির বিরোধপূর্ণ চিংড়ি ঘের প্রসঙ্গে মতবিনিময়কালে পাইকগাছা-কয়রার এমপি আক্তারুজ্জামান বাবু, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালে প্রভাবশালী ও জোরদারদের দ্বারা সাধারণ ও হিন্দু সম্প্রদায়ের মানুষকে হয়রানী হওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেন। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে দেলুটি থেকে আসা ভুক্তভোগী নারী-পুরুষদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, ওসি এমদাদুল হক শেখ, উপজেলা আ’লীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সিনিয়র সহ-সভাপতি ও পূজা পরিষদ সভাপতি সমীরণ সাধু, দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল সহ ভুক্তভোগী পরিবারের নারী-পুরুষ সহ গণমাধ্যম কর্মীরা। মতবিনিময়কালে গোপাল, শ্যামল সরদার গংরা অভিযোগ তোলেন আমাদের রেকর্ডীয় সম্পত্তি নিলামের অভিযোগ তুলে স্থানীয় মজিদ, ইমান, মোস্তফা গংরা দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা করে আসছে এবং এ নিয়ে বহু হামলা-মামলার ঘটনা ঘটেছে অতীতে।