পাইকগাছায় দু’মৎস্য আড়ৎদারী ব্যবসায়ীর মধ্যে সৃষ্ট সংঘর্ষের ঘটনায় পুলিশসহ আটক ২

0
243

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় দু’মৎস্য আড়ৎদারী ব্যবসায়ী মধ্যে সৃষ্ট ঘটনায় অবশেষে মারামারী, চুরি, চাঁদাবাজী মামলার অভিযোগে সদ্য অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবলসহ দু’জনকে আটক করে পুলিশ। আটক দু’ব্যক্তিকে আদালতে ৫ দিনের রিমান্ড চেয়ে প্রেরণ করেছে পুলিশ। আদালত মঙ্গলবার রিমান্ড শুনানীর দিন ধার্য্য করেছেন।
মামলার বিবরণে জানা যায়, উপজেলার লক্ষ্মীখোলার আব্দুল হান্নান ও আব্দুল জলিল ভ্যানযোগে পাইকগাছা মৎস্য আড়ৎদারী প্রতিষ্ঠানে রবিবার আসছিল। প্রতিমধ্যে শিববাটি নতুন মৎস্য আড়তের লোকেরা মাছসহ ভ্যান আটকিয়ে দেয়। এ সংবাদ পেয়ে পাইকগাছা মৎস্য আড়ৎ সমিতির সভাপতি আব্দুল জব্বার ও সম্পাদক শাহীন ইকবাল সহ ২৫/৩০জন ঘটনাস্থলে উপস্থিত হলে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। যাতে আব্দুল হান্নানসহ কয়েকজন আহত হয়। এ সময় তাদের ভ্যানে থাকা মাছের ক্ষতি সাধন ও চাঁদা দাবী করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়। এ ব্যাপারে সভাপতি আব্দুল জব্বার বাদী হয়ে পৌরসভার রহমত আলী গাজীর ছেলে বজলুর রহমান ও সদ্য অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল আব্দুস সাত্তারের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১০/১২জনের নামে থানায় মামলা করে। এজাহারে উল্লেখিত ২জনকে আটক করে সোমবার বিকালে ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে। বিজ্ঞ আদালত মঙ্গলবার রিমান্ড শুননীর দিন ধার্য্য করেছেন। পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমিতির সম্পাদক বলেন, একটি রেজিস্ট্রিকৃত মার্কেট থাকার পরও অবৈধভাবে গড়ে ওঠা মার্কেট বন্ধের জন্য আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছি। ওসি এমদাদুল হক শেখ জানান, ২টি আড়ৎদারী সমিতির মধ্যে সৃষ্ট ঘটনায় থানায় মামলা হয়েছে এবং ২জনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।