পাইকগাছায় দীর্ঘদিন পর জমির দখল বুঝে পেল বন্দোবস্ত গ্রহীতা

0
290

পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছার লস্কর গ্রামে দীর্ঘ দিন পর রবিবার জমির দখল বুঝে পেলেন বন্দোবস্ত গ্রহীতা হযরত আলী মোল্লা। এ জমি নিয়ে স্থানীয় মৃত জহর মোল্লার ছেলে মজিদ মোল্লার মধ্যে একাধিক বার স্থানীয় পর্যায়ে শালিসী সভা, ইউনিয়ন পরিষদ এমনকি থানা পুলিশ পর্যন্ত গড়ালেও বিষয়টি সমাধান না হওয়ায় এলাকাবাসীর সহযোগীতায় হযরত আলী তার অধিকার ফিরে পেলেন। জানা গেছে, ২০০৬ সালে লস্কর গ্রামের মৃত মোজাম মোল্লার ছেলে হযরত মোল্লা লস্কর মৌজায় বিভিন্ন দাগ খতিয়ানে ২৫৭৮ নং দলিল মুলে ১ একর খাস সম্পত্তি বন্দোবস্ত পান। যা বর্তমান সাল পর্যন্ত কর খাজনা পরিশোধ রয়েছে। কিন্তু অভিযোগ রয়েছে লস্করের মোল্লা বাড়ী সংলগ্ন মেইন রাস্তার পাশে ২৯৬ নং খতিয়ানে ৪৩২ নং দাগে ৭ শতক সম্পত্তি মজিদ মোল্লা আন-রেজিস্ট্রি ট্যাম্প এর মাধ্যমে এ সম্পত্তি দখল করে আসছিল বলে হযরত মোল্লা জানান। এনিয়ে ইউনিয়ন পরিষদ, পুলিশিং কমিটি, থানা সহ বিভিন্ন দপ্তরে দুই পক্ষের মধ্যে বসাবসি হলেও কোন সুরাহ না হওয়ায় স্থানীয়দের সহযোগিতা নিয়ে হযরত মোল্লা তার জমির দখল ফিরে পেলেন।